Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গMurshidabad: বহরমপুর থানার বলরামপুরে পাড়ার মধ্যেই ‘রঙিন চক্র', ‘বেরঙিন’ জীবন

Murshidabad: বহরমপুর থানার বলরামপুরে পাড়ার মধ্যেই ‘রঙিন চক্র’, ‘বেরঙিন’ জীবন

দুপুরে বলরামপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাড়ার মধ্যেই ‘রঙিন চক্র’, ‘বেরঙিন’ জীবন। ঘটনা মুর্শিদাবাদের। সেখানে বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে ডেরায় হানা পুলিশের।

আরও পড়ুনঃ সম্পর্কের পথে কাঁটা স্বামী! বিয়ের পরও ছিল সম্পর্ক; ভয়ঙ্কর পরিণতি

রবিবার দুপুরে বলরামপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি শ্যামসুন্দর মণ্ডল নামে এক ব্যক্তির। সম্প্রতি যা প্রতি মাসে ৭ হাজার টাকা বিনিময়ে ভাড়া নেয় অক্ষয় নুনিয়া ও তার স্ত্রী শম্পা শিল নুনিয়া। এরপর শুরু হয় পতিতালয়ের ব্যবসা। যার খবর পৌঁছয় পুলিশের কাছেও।

রবিবার সেই ভিত্তিতেই চলে অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শম্পা শিল নুনিয়া, অক্ষয় নুনিয়া, গোলাম রসুল, অঙ্কুর রায়, সায়ন দাস, প্রীতম বারুই ও অমিত মণ্ডল। ধৃতদের প্রত্যেকেরই বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। পাশাপাশি, এক নাবালিকাকেও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে দায়ের হয়েছে পাচার, যৌন নিগ্রহ ও পকসো মামলা।

আরও পড়ুনঃ আর কেউ আটকানোর নেই, কর্মী ছাঁটাই নিয়ে কার্যত ‘নিশ্চিত’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে ব্যবহার করেই পাড়ার মধ্য়েই মধুচক্রের ব্য়বসা খুলে বসেছিল অভিযুক্তরা। দিনের পর দিন চলেছে যৌন নির্যাতন, নিগ্রহ। অবশেষে ধরা পড়েছে পুলিশের হাতে। ইতিমধ্যেই ওই নাবালিকাকে স্থানীয় একটি NGO-এর কাছে পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি, আগামিকাল অভিযুক্তদের তোলা হবে জেলা আদালতে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন