Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজRail Accident: একটার ঘাড়ে আরেকটা কামরা, বাড়ছে মৃত্যু; ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা

Rail Accident: একটার ঘাড়ে আরেকটা কামরা, বাড়ছে মৃত্যু; ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা

কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

লাইনচ্যুত হল জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আঞ্চলিক ট্রেন। জানা গিয়েছে, ওই ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন বহু।

আরও পড়ুনঃ এক আদুরে মুহূর্ত; ৫ বউ, ১১ সন্তান! আগে কে চুমু খাবে?

রবিবার সে দেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ নাগাদ ব্যাডেন-উয়ের্টেমবার্গের রিডলিংগেন শহরের কাছে আচমকা যাত্রিবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। বেলাইন হয় দু’টি কামরা। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

জার্মান চ্যান্সেলর ফ্রেইডরিখ মের্জ জানান, ট্রেন দুর্ঘটনার খবরটি অত্যন্ত দুঃখজনক। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” ফ্রেইডরিখ আরও বলেন, “আমি পরিবহণ মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।” ইতিমধ্যেই জরুরি পরিষেবা দল উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। যাত্রীদের নিরাপদ জায়গায় দ্রুত সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুনঃ সফল পরীক্ষা, ইতিহাস গড়ল ভারতীয় রেল

ঘটনাস্থলে পুলিশ জানায়, সিগমারিংগেন ও উলমের মাঝে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। প্রাথমিক অনুমান প্রাকৃতিক দুর্যোগের জন্য এই লাইনচ্যুতর ঘটনা ঘটতে পারে। লাইনের পাশে গাছ পড়ে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

রেল সূত্রে খবর, রিডলিংগেনের এই দুর্ঘটনাটি ঠিক কী কারণে হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে এলাকায় বেশ কিছু ক্ষণ আগে ঝড় হয়েছিল বলে জানা গিয়েছে। সেই কারণে ট্রেনটি লাইনচ্যুত হল কি না তা খতিয়ে দেখা হবে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন