Wednesday, 30 July, 2025
30 July, 25
Homeউত্তরবঙ্গSiliguri: টোটোর দৌরাত্ম্য! যাত্রী পাচ্ছেন না অটোচালকরা; আন্দোলনে শিলিগুড়ির অটোচালকরা

Siliguri: টোটোর দৌরাত্ম্য! যাত্রী পাচ্ছেন না অটোচালকরা; আন্দোলনে শিলিগুড়ির অটোচালকরা

শহরের রাস্তায় দিনরাত চলছে টোটো। এর ফলে যাত্রী পাচ্ছেন না অটোচালকরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

শহরের রাস্তায় দিনরাত চলছে টোটো। এর ফলে যাত্রী পাচ্ছেন না অটোচালকরা। সমস্যা মেটাতে প্রশাসনের কাছে বার বার আবেদন করেও কোনও লাভ হয়নি। দু’-এক দিন পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার একই সমস্যার সম্মুখীন হচ্ছেন অটোচালকরা। এই অবস্থায় পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামলেন শিলিগুড়ির অটোচালকরা।

আরও পড়ুনঃ নাবালিকা মেয়েকে ধর্ষণ; গ্রেপ্তার সৎবাবা

আজ সোমবার দুপুরে শিলিগুড়ির সেবক রোড পিসি মিত্তাল বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান অটোচালকরা। তাঁদের অভিযোগ, আদালতের তরফে জাতীয় সড়কে টোটো চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলেও সেই নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করেই বেআইনিভাবে টোটো চলছে শহরের রাস্তায়। তাঁদের হুঁশিয়ারি, জাতীয় সড়ক ও শহরের প্রধান সড়কে টোটো চলাচল বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য অটো পরিষেবা বন্ধ রাখবেন তাঁরা।

আরও পড়ুনঃ শান্তিনিকেতনের পথেই শুরু ভাষা আন্দোলনের পদযাত্রা, নেতৃত্বে মমতা

অটোচালকদের অভিযোগ, টোটোর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পর্যাপ্ত সংখ্যক যাত্রী পাচ্ছেন না তাঁরা। ফলে অটোর কিস্তি, ইন্সিওরেন্স এবং মেরামতির টাকা মেটানোর পরে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে তাঁদের পক্ষে। তাই অবিলম্বে এই সমস্যার সমাধান চাইছেন তাঁরা।

এই মুহূর্তে

আরও পড়ুন