Wednesday, 5 November, 2025
5 November
Homeউত্তরবঙ্গSiliguri: ফুঁসছে তিস্তা, ১০ নম্বর জাতীয় সড়ক মিলেমিশে একাকার; গতকাল রাত থেকেই বন্ধ...

Siliguri: ফুঁসছে তিস্তা, ১০ নম্বর জাতীয় সড়ক মিলেমিশে একাকার; গতকাল রাত থেকেই বন্ধ যান চলাচল

এই সড়কে ফের কবে যান চলাচল স্বাভাবিক হবে, তা অনিশ্চিত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

জাতীয় সড়ক না নদী, একঝলক দেখে বোঝা মুশকিল। সিকিম পাহাড়ে এক রাতের প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা। বেড়েছে জলস্তর। পরিণতিতে নদী এবং ১০ নম্বর জাতীয় সড়ক মিলেমিশে একাকার। কোথাও হাঁটু সমান, কোথাও আবার তার চাইতে বেশি জল বইছে জাতীয় সড়ক দিয়ে।

আরও পড়ুনঃ শিবের মাথায় জল ঢালতে গিয়ে বাস দুর্ঘটনা; রাতের অন্ধকারে গোঙানি, রক্তবন্যা…

যার জেরে সোমবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে এদিনও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এই সড়কে ফের কবে যান চলাচল স্বাভাবিক হবে, তা অনিশ্চিত।

আরও পড়ুনঃ বাড়ছে উদ্বেগ, মাথা চাড়া দিয়েছে মৌলবাদ; জনমানসশূন্য হয়ে যাচ্ছে একের পর এক এলাকা

দুর্যোগের জেরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তাদের অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। শিলিগুড়ি-সিকিম এবং কালিম্পং-শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ চালু রয়েছে লাভা-আলগাড়া-গরুবাথান রুটে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। পূর্বাভাস মেনে এদিন ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।

এই মুহূর্তে

আরও পড়ুন