প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের ‘উষ্কানিমূলক’ মন্তব্যের ‘জবাব’ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করেছে আমেরিকা।
আরও পড়ুনঃ খাবেনটা কি! ক্যানসারের আশঙ্কা? নিষ্পাপ পনিরও নিরাপদ নয়; ৪২৮০ কেজি পনির মাটিতে পুঁতে দিল কেন্দ্র!
দিমিত্রির মন্তব্যের পরে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। শুক্রবার তিনি তাঁর সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘আশা করি এই ধরনের কথা অপ্রত্যাশিত পরিণতির দিকে যাবে না। গেলে তার ফল খুব একটা ভাল হবে না।’ সেই সঙ্গে ট্রাম্পের কটাক্ষ, ‘এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।’
‘শুল্ক যুদ্ধ’ নিয়ে বেশ কয়েক দিন ধরেই বাগ্যুদ্ধ চলছে ট্রাম্প এবং দিমিত্রির মধ্যে। সম্প্রতি ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী বোঝাপড়া করছে, তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে অধঃপতনে নিয়ে যেতে পারে।” একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, “আমরা ভারতের সঙ্গে খুব সামান্য পরিমাণ ব্যবসা করি। তাদের শুল্ক প্রচণ্ড চড়া, বিশ্বে সবচেয়ে বেশি। আর রাশিয়া আর আমেরিকার মধ্যে প্রায় কোনও বাণিজ্যই হয় না।” ওই পোস্টেই ট্রাম্প নিশানা করেন দিমিত্রিকে। কয়েক দিন আগেই তিনি আমেরিকার উদ্দেশে তোপ দেগে দাবি করেছিলেন, রাশিয়ার সঙ্গে ওয়াশিংটন যে ‘খেলা’ খেলছে, তাতে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। তার পরেই মেদভেদেভকে নিশানা করেন ট্রাম্প। তাঁকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ বলেও কটাক্ষ করেন। এর পরেই দিমিত্রি বলেন, “যাঁদের মৃত বলছেন তাঁদের থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না।”
আরও পড়ুনঃ কঠোর থেকে কঠোরতম পাহারার নির্দেশ! তিস্তার উপরে থাকা সেতুগুলোয় বাড়তি নজরদারির
প্রসঙ্গত, ট্রাম্প শুক্রবার বলেন, ‘‘রাশিয়া যা করছে, আমি মনে করি, তা অত্যন্ত বিরক্তিকর। আমি মনে করি, এটা সত্যিই জঘন্য।’’ ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন। আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। জুলাইয়ের তৃতয়ী সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিভ আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পরেই নতুন করে হামলা শুরু করেছে রুশ ফৌজ। কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি ওল্ডবাস্ট প্রদেশ, পূর্ব ইউক্রেনের ডনবাস (ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) এবং জ়াপোরিঝিয়া, খারকিভ, ওডেসার মতো এলাকাতেও রুশ বাহিনীর হামলা চলছে।