কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি
দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। তবে মনসুন ফ্লো-র প্রভাবে বৃষ্টি হবে গোটা বঙ্গেই। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। পাহাড়ে শনিবার থেকে তিনদিন অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুনঃ বয়স ২২, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের
উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিতে ভিজবে। আজ শনিবার অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। অতিবৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারেও। ভারী বৃষ্টির উত্তর দিনাজপুরে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলায়। রবিবারও অতিবৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামীকালও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর দিনাজপুর ও মালদহে।
সোমবারও উত্তরবঙ্গের উপরের জেলায় অতিবৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, ভারীবৃষ্টির জেরে উত্তরের নদীগুলির জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকায় জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
আরও পড়ুনঃ শুক্লা অষ্টমীতে বিশাখা নক্ষত্র-রবি যোগ, আজ শনিবার প্রেম বা বিবাহিত জীবনে পাবেন সারপ্রাইজ!
এদিকে দক্ষিণবঙ্গে আজ, শনিবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু-এক পশলা কোনও কোনও জেলায়। সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শহর কলকাতায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ দুএক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।