Monday, 4 August, 2025
4 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: পার্টির ভাবমূর্তিতে আঘাত! বেসুরো কাউন্সিলর দিলীপকে শোকজ তৃণমূলের

Siliguri: পার্টির ভাবমূর্তিতে আঘাত! বেসুরো কাউন্সিলর দিলীপকে শোকজ তৃণমূলের

দিলীপ বর্মনের অনুগামীরা পথে নেমে আন্দোলনও শুরু করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

শিলিগুড়ি পুরনিগমের বেসুরো কাউন্সিলর দিলীপ বর্মনকে শোকজ করল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমের বোর্ড সভায় অবৈধ বিল্ডিং ভাঙা নিয়ে দলের কাউন্সিলর ও পদাধিকারিদের বিরুদ্ধে প্রশ্ন তুলতে চাওয়ায় তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বাদানুবাদের জেরে তাকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ অন্ধবিশ্বাস, কালাজাদু! নৃশংসভাবে খুন, কেটে নেওয়া হল পুরুষাঙ্গ! জলে যুবকের দেহ

এরপরই দলের নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন দিলীপ বর্মন। তিনি সাফ জানান, রাজবংশী বলেই তাঁকে হেনস্তা করা হচ্ছে। এমনকি দিলীপ বর্মনের অনুগামীরা পথে নেমে আন্দোলনও শুরু করেন। দিলীপ বর্মন, পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র গৌতম দেব সহ আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি জানান, দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁকে হেনস্তা হতে হচ্ছে।

আরও পড়ুনঃ লখিন্দরের দেহ ভেলায় চাপিয়ে নদীতে পাড়ি দিয়েছিলেন বেহুলা; উন্নয়নের বাংলায় লজ্জার ছবি

যদিও দিলীপ বর্মনের ভূমিকা নিয়ে দলের রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট যায় জেলা থেকে। তারপরই দিলীপ বর্মণকে শোকজ করে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসি। চিঠিতে বলা হয়েছে, ‘গত ৩০ জুলাই শিলিগুড়ি পুরনিগমের বোর্ড সভায় আপনার আচরণ এবং পরবর্তীকালে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্য দল অনুমোদন করে না। এই ঘটনা পার্টির ভাবমূর্তিকে আঘাত করেছে।’ ৩ দিনের মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন