Thursday, 7 August, 2025
7 August, 25
HomeদেশNarendra Modi: ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব মোদীর; চুপ করে রইলেন না, জানিয়ে দিলেন...

Narendra Modi: ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব মোদীর; চুপ করে রইলেন না, জানিয়ে দিলেন সমঝোতা করা হবে না

ট্রাম্পের শুল্ক হুমকির মুখে মোদীর কড়া বার্তা, ভারী মূল্য চোকাতে ভারত প্রস্তুত, আমি প্রস্তুত

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করবে না ভারত। বৃহস্পতিবার স্পষ্ট ভাবে এ কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই কেন্দ্রের একাধিক সূত্র মারফত জানা গিয়েছিল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না-পারা। বাণিজ্যচুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। এই আবহে কৃষকদের স্বার্থরক্ষার কথা বলে মোদী আমেরিকাকে বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ আরও নিষেধাজ্ঞা! ভারত মাথা নোওয়ায়নি; চাপ বাড়ানো হচ্ছে

বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করেন মোদী। সেখানেই তিনি বলেন, “কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনও কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।” তার পরেই ইঙ্গিতপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, ব্যক্তিগত ভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।”

রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। বাড়তি ২৫ শতাংশের ফলে আগামী ২৭ অগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রফতানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা হলে দেশগুলির উপর ‘আরও অনেক’ বিধিনিষেধ আরোপ করা হবে।

আরও পড়ুনঃ প্ল্যাটফর্মে থামলই না, হু-হু করে এগিয়ে গেল গোঘাট লোকাল

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত রূপ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই। এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে পাঁচ দফায় আলোচনা হয়েছে। আরও আলোচনা হওয়ার কথা। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে একটি অন্তর্বর্তী সমঝোতা সেরে নিতে চাইছে দুই দেশ। চলতি মাসেই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের ভারতে আসার কথা। কেন্দ্রের একটি সূত্রের খবর, আমেরিকা চায় ভারত কৃষিপণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক। কিন্তু তাতে নারাজ নয়াদিল্লি। তাড়াহুড়োয় কেবল আমেরিকার সুবিধা হয়, এমন একপাক্ষিক চুক্তি করতে নারাজ ভারত।

সবুজ বিপ্লব দেশের কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছিল বলে মনে করেন অনেকেই। গম আমদানির ক্ষেত্রে মার্কিন নির্ভরতামুক্তও হয়েছিল ভারত। আর সেই সবুজ বিপ্লবের স্থপতি ছিলেন কৃষিবিজ্ঞানী। তার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে কৃষকদের স্বার্থরক্ষার কথা বলে মোদী আমেরিকাকে বার্তা দেওয়ার পাশাপাশি দেশের কৃষকসমাজকেও বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন