Friday, 8 August, 2025
8 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুরিতে টোটোয় শ্লীলতাহানির চেষ্টা; গ্রেপ্তার চালক

Siliguri: শিলিগুরিতে টোটোয় শ্লীলতাহানির চেষ্টা; গ্রেপ্তার চালক

মহিলা টোটো থেকে নেমে ভয়ে চিৎকার করতে থাকেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

টোটোর মধ্যে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে টোটো চালককে।

আরও পড়ুনঃ রেলে চাকরির টোপ তৃণমূল নেতা অশোক দাসের, RPF-র হাতে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা ওরফে বুলু

পুলিশ সূত্রে খবর, এদিন ওই মহিলা যখন কাজে যাচ্ছিলেন, তখন বর্ধমান রোডে তুলনামূলক ভিড় কম ছিল। এদিকে অল্পবিস্তর বৃষ্টি হওয়ায় জল যাতে ভেতরে প্রবেশ না করে তার জন্য টোটোর পর্দা নামানো ছিল। অভিযোগ, টোটোর মধ্যে চালক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে।

আরও পড়ুনঃ শিল্পায়নের স্বপ্ন, জমি অধিগ্রহণ, বিতর্ক, স্বপ্নভঙ্গ এবং এক কমরেড

মহিলা টোটো থেকে নেমে ভয়ে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে সেখানে কর্মরত ট্রাফিক পুলিশ ছুটে আসে। টোটো চালককে ধরে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। মহিলার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই মুহূর্তে

আরও পড়ুন