Friday, 8 August, 2025
8 August, 25
HomeকলকাতাCBI: 'সিবিআইয়ের মেরুদণ্ড নেই'; খোঁচা দিলেন তিলোত্তমার বাবা-মা 

CBI: ‘সিবিআইয়ের মেরুদণ্ড নেই’; খোঁচা দিলেন তিলোত্তমার বাবা-মা 

সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে তাঁরা যে হতাশ, কলকাতায় পা রেখেই জানিয়ে দিলেন তিলোত্তমার বাবা-মা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে শনিবার। তার আগে দিল্লি গিয়েছিলেন তাঁরা। সেখানে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা হয়েছে। সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে তাঁরা যে হতাশ, কলকাতায় পা রেখেই জানিয়ে দিলেন তিলোত্তমার বাবা-মা। সিবিআইয়ের মেরুদণ্ড নেই বলেও খোঁচা দিলেন। অবশ্য দেখা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। অমিত শাহর সময় পাওয়া গেলে ফের দিল্লি যেতে চান তাঁরা।

আরও পড়ুনঃ রেলে চাকরির টোপ তৃণমূল নেতা অশোক দাসের, RPF-র হাতে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা ওরফে বুলু

বুধবার দিল্লি রওনা দিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। যাওয়ার সময় বলে গিয়েছিলেন, অমিত শাহর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিল্লি শাহর সঙ্গে দেখা হয়নি তাঁদের। বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে ফিরে তিলোত্তমার বাবা বলেন, “সোমবার পর্যন্ত থাকতে বলেছিলেন। কিন্তু, সোমবার পর্যন্ত থাকা সম্ভব ছিল না। শনিবার নবান্ন অভিযান রয়েছে। তাই চলে এসেছি। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার সময় দিলে, অবশ্যই গিয়ে দেখা করব।

সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন তিলোত্তমার বাবা-মা। দিল্লিতে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সাক্ষাতের পর সেই ক্ষোভ আরও বেড়েছে তাঁদের। এদিন কলকাতা ফিরে তিলোত্তমার বাবা বলেন, “সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু, সত্যি কথা বলতে, দেশের ১৪০ কোটি মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত বোগাস হতে পারে, সেই অভিজ্ঞতা আজ হল। সিবিআই ডিরেক্টর নিজে বলছেন, এই মামলা আমরা ছেড়ে দেব। আমি বললাম, কোর্টে গিয়ে একথা বলুন আপনারা। আমরা তো ইচ্ছে করে আপনাদের দিইনি। আমরা আদালতের নজরদারিতে স্বাধীন তদন্তকারী সংস্থা চেয়েছিলাম। আদালত সিবিআই দিয়েছে। এখন দেখি, আদালত ওদের ছাড়িয়ে দেয় নাকি ওরাই মামলা ছেড়ে দেয়।”

আরও পড়ুনঃ শিলিগুরিতে টোটোয় শ্লীলতাহানির চেষ্টা; গ্রেপ্তার চালক

তাঁরা সিবিআইয়ের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছিলেন। কারা এই খুন ও ধর্ষণে যুক্ত ছিলেন? কোথায় এই ঘটনা ঘটেছিল? ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কি ছিল? তিলোত্তমার বাবা বলেন, “আমাদের কোনও প্রশ্নের জবাব নেই সিবিআইয়ের কাছে।” তাঁরা সিবিআই ডিরেক্টরকে একটি প্ল্যাকার্ড দিয়েছিলেন। যার একপাশে এইসব প্রশ্ন লেখা ছিল। অন্যপাশে লেখা ছিল, মেরুদণ্ড বাড়ান কিংবা পদত্যাগ করুন। তিলোত্তমার মা বলেন, “সিবিআই ডিরেক্টর প্ল্যাকার্ডটা নিয়েছিলেন। তারপর ফেরত দেন। বলেন, আমাদের মেরুদণ্ড রয়েছে। আমরা বলি, আপনাদের মেরুদণ্ড নেই।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিলোত্তমার মাকে নারীশক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন। কিন্তু, সেই অ্যাওয়ার্ড ফিরে দিয়েছেন তিনি। তিলোত্তমার মা বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নারীশক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন। আমি ওটা ফিরিয়ে দিয়েছি। বলেছি, আমার মেয়ে ন্যায় পেলে আমি ওটা নেব।” সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও দেখা হয়েছে বলে জানালেন তিলোত্তমার বাবা-মা।

এই মুহূর্তে

আরও পড়ুন