Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গBankura: ঘটনা এবার বাঁকুড়ায়! মাথায় তিন-চার রাউন্ড গুলি, খুন তৃণমূল নেতা

Bankura: ঘটনা এবার বাঁকুড়ায়! মাথায় তিন-চার রাউন্ড গুলি, খুন তৃণমূল নেতা

সম্ভবত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। কারণ ঘটনায় দু'জন তৃণমূল কর্মী আটক হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়া:

বাড়ি ফেরার পথে তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন। মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের। পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার রাত ন’টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি।

আরও পড়ুনঃ শুক্র রাতে ফোনে পুতিন, সোমে ডায়াল করলেন জেলেনস্কি; উভয়সংকটে মোদি!

গত প্রায় এক বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল চকাই গ্রাম। গত ২ মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে। সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনার ৬ মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার।

জানা গিয়েছে, এদিন রাতে বাইকে চড়ে একাই সেকেন্দার খাঁ চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পাড়ে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়েন ওই তৃণমূল নেতা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ দুই গোষ্ঠী, প্রাক্তন-বর্তমান! শিলিগুড়িতে ভাবাচ্ছে তৃণমূলকে

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই হাসপাতালে উপস্থিত হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়, উপ পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। তৃণমূলের দাবি, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি সোনামুখী বিধানসভায় নিশ্চিত হার বুঝতে পেরে সিপিএমকে সঙ্গে নিয়ে এই খুন করেছে। অভিযোগ উড়িয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, এই খুনের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন