নবান্ন অভিযানে আহত তিলোত্তমার মা। আন্দোলনের দু’দিন পর FIR দায়ের করলেন তিলোত্তমার বাবা। জানা গিয়েছে, সোমবার শেক্সপিয়র সরণী থানায় অনলাইনে একটি মেইল পাঠিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুনঃ টোটো কিংবা অটো খরচ অন্তত ২০ টাকা, ক্ষুব্ধ মানুষ! কোচবিহারে ২ বছর বন্ধ সরকারি বাস পরিষেবা
সেই অভিযোগ পত্রে নির্যাতিতার বাবার দাবি, নবান্ন অভিযানের দিন প্রথমে তিলোত্তমার মায়ের হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। তাঁর মাথায় ও পিঠে আঘাত করে পুলিশ। এই চটের কারণে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তাঁকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে।
সোমবার দায়ের করা FIR-এ পুলিশের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় টেনেছেন তিলোত্তমার বাবা। তাঁর দাবি, ওই বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মা-কে ভর্তি করা হলে সেখানে তাঁকে প্রায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু তারপরেও কোন ইনজুরি সার্টিফিকেট পাননি তাঁরা। এক কথায় অভিযানের দুই দিনের মাথায় তাঁর তোলা অভিযোগগুলির ভিত্তিতে আইনত পদক্ষেপ নিলেন তিলোত্তমার বাবা। সরাসরি সরব হলেন কলকাতা পুলিশ ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ গায়ের বাদামি রঙ, ছুঁচলো শিং, লম্বা লেজ! সাক্ষাৎ দেবলোকের নন্দী তারকেশ্বরে
শংসাপত্র না মিললেও হাসপাতাল কর্তৃপক্ষের থেকে একটি ডিসচার্জ রিপোর্ট পেয়েছেন তিলোত্তমার পরিবার, এমনটাই খবর। কিন্তু সেই রিপোর্টের বয়ানেও রয়েছে বিস্তর অসঙ্গতি, দাবি খোদ তিলোত্তমার বাবার। তাঁর অভিযোগ, পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত বিষয়টি সেই রিপোর্টে উল্লেখ নেই। উল্টে লেখা রয়েছে ‘হেড ইনজুরির’ কথা। যা নিয়ে আপত্তি জানান তিনি।