Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গPurulia: পুরুলিয়ায় হাড়হিম করা ঘটনা! রেললাইনে পড়ে তিনজনের দেহ

Purulia: পুরুলিয়ায় হাড়হিম করা ঘটনা! রেললাইনে পড়ে তিনজনের দেহ

স্টেশন সংলগ্ন এলাকায় কীভাবে ওই তিন দেহ এল, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়াঃ

একজন মাঝবয়সী মহিলা, এক কিশোরী আর এক নাবালিকার দেহ যেভাবে রেললাইনের উপর পড়ে ছিল, তা দেখে শিউরে ওঠে পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দারা। সোমবার ওই তিন দেহ উদ্ধার করে জিআরপি। স্টেশন সংলগ্ন এলাকায় কীভাবে ওই তিন দেহ এল, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে সামনে এল তিনজনের পরিচয়।

পুরুলিয়ার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের মধ্যে শায়িত অবস্থায় উদ্ধার হয় মৃত তিনজনের দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁদের বাড়ি পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকার সুইসা গ্রামে।

আরও পড়ুনঃ ঘটনা এবার বাঁকুড়ায়! মাথায় তিন-চার রাউন্ড গুলি, খুন তৃণমূল নেতা

মৃত তিনজনের মধ্যে জন গৃহবধূ। তাঁর নাম কাজল মাছুয়া, বয়স ২৫ বছর। বাকি দুজনের মধ্যে একজন কাজলের ছোট বোন রাধা মাছুয়া, বয়স ১৩ বছর, অপরজন কাজলের মেয়ে রাখি মাছুয়া, বয়স ৮।

পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার সুইসা গ্রামের বাসিন্দা তাঁরা। যদিও পরিবার সূত্রে জানা যায়, কাজলের বিয়ে হয়েছিল বাঘমুন্ডির বীরগ্রাম পঞ্চায়েত এলাকায় জিলিং গ্রামে। তাঁর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকায় বেশ কিছুদিন ধরে কাজল তাঁর মেয়েকে নিয়ে সুইসা গ্রামে বাপের বাড়িতেই থাকতেন।

আরও পড়ুনঃ টোটো কিংবা অটো খরচ অন্তত ২০ টাকা, ক্ষুব্ধ মানুষ! কোচবিহারে ২ বছর বন্ধ সরকারি বাস পরিষেবা

মৃত কাজলের মা ছুটনী মাছুয়া ও বোন সম্ভারী মাছুয়া জানান, সোমবার বিকেল ৫টা নাগাদ মোবাইল ফোন সারানোর কথা বলে সুইসা মার্কেটে গিয়েছিলেন তিনজনই। এরপর তাঁরা আর ফেরেননি। চারিদিকে খোঁজ-খবর নিয়েও কোনও সন্ধান মেলেনি। পরে স্থানীয় থানার সিভিক ভলেন্টিয়ারের কাছে বিষয়টি জানতে পারে তারা। পরিবারের দাবি, যে বা যারা এই নৃশংস খুনের ঘটনাটি ঘটিয়েছেন তাঁদের ফাঁসির শাস্তির হোক। তবে কেন একসঙ্গে তিনজনের খুনের ঘটনা ঘটল, সেই বিষয়টি নিয়েও চিন্তিত পরিবার।

এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুরুলিয়া জিআরপি। সোমবার ভোরে দক্ষিণ পূর্ব রেলের মুরি-চাণ্ডিল শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের মধ্যে শায়িত অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া জিআরপি। তদন্তের স্বার্থে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, কেন এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

এই মুহূর্তে

আরও পড়ুন