RYF-এর অধিকার যাত্রার ডাক এবার ছড়িয়ে পড়ল কামাখ্যাগুরি বাজার জুড়ে। মেহনতি মানুষ, ছাত্র-যুব সকলকে আন্দোলনের ময়দানে নামার আহ্বান জানিয়ে RYF নেতৃত্ব বাজারের ব্যবসায়ী ও পথচারীদের হাতে হাতে তুলে দিল আহ্বানপত্র। শুধু চিঠি বিতরণ নয়—রাজপথেই পথচলতি মানুষের সঙ্গে চলল অধিকার যাত্রার দাবি-দাওয়া নিয়ে সজোরে আলোচনা।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে বাতিল ১২টা রাজনৈতিক দল, বড় ঘোষণা নির্বাচন কমিশনের
কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতি প্রচারে নতুন তেজ এনে দিয়েছে বলে জানালেন RYF আলিপুরদুয়ার জেলা সভাপতি কিশোর মিঙ। তিনি স্পষ্ট ভাষায় বলেন—বেকারত্বের যন্ত্রণা থেকে শুরু করে জেলার নানাবিধ সমস্যা তাদের হ্যান্ডবিল ও আহ্বানপত্রে স্পষ্টভাবে উল্লিখিত হয়েছে।
মানুষের বেদনা ও ক্ষোভ একসূত্রে মিলিত হওয়ায় সাধারণ মানুষ এই যাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবেন, অধিকার আদায়ের সংগ্রামে অংশ নেবেন।
আরও পড়ুনঃ ‘আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়’ বলল শীর্ষ আদালত
উপস্থিত ছিলেন RYF রাজ্যে সম্পাদক আদিত্য জোয়াদ্দার। অপরদিকে, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন PSU আলিপুরদুয়ার জেলা সম্পাদক রাজিব হুসেন। তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান—মেডিক্যাল কলেজ, ল কলেজ এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আলিপুরদুয়ারে প্রতিষ্ঠার দাবিতে PSU বহুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনকে RYF একটু রগড়ে দিলো। এই ন্যায্য দাবির প্রশ্নে আর নীরব থাকা যায় না বলেই তিনিও সক্রিয়ভাবে প্রচারে নেমেছেন।
পড়াশোনা শেষ করার পর শিক্ষান্তে চাকরি পাওয়া আজ রাজ্যে তো বটেই, সারা দেশেই দুর্লভ। তাই আলিপুরদুয়ারের ছাত্র-যুব সমাজ এই অধিকার যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়বে এবং নিজেদের প্রাপ্য অধিকার আদায়ে রাজপথ কাঁপিয়ে তুলবে।