Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাSealdah Station: জামার ভিতরে আগ্নেয়াস্ত্র, সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি! যুবককে ধরল পুলিশ

Sealdah Station: জামার ভিতরে আগ্নেয়াস্ত্র, সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি! যুবককে ধরল পুলিশ

তল্লাশি চালাতেই জামার ভিতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিয়ালদহ স্টেশনের কাছে আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়লেন এক যুবক! বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। ভোরে এক ট্র্যাফিক গার্ড এবং এক পুলিশকর্মী ওই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে পাকড়াও করেন। তল্লাশি চালাতেই জামার ভিতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র! পরে এন্টালি থানার পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ ‘উড়িয়ে দেওয়া হবে’! মন্দিরের গায়েই বড় বড় হরফে লেখা হুমকি! বাড়ল নিরাপত্তা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবতের নাম পঙ্কজ বিশ্বাস। ৩০ বছর বয়সি ওই যুবক পটারি রোড এলাকার বাসিন্দা। বুধবার ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের অদূরে বেলেঘাটা রোডের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন পঙ্কজ। সে সময় সেখানে ডিউটি করছিলেন শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের হোমগার্ড সুজিত খাঁড়া এবং সার্জেন্ট হিরণ্ময় সরকার। তাঁরা দেখেন, এক যুবক সন্দেহজনক ভাবে তাঁদের দিকে তাকাচ্ছে। চোখাচোখি হতেই পালানোর চেষ্টা করেন ওই যুবক। তাড়া করে তাঁকে ধরে ফেলেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীরা। তল্লাশিতে তাঁর জামার ভিতর থেকে লুকোনো একটি দেশি আগ্নেয়াস্ত্র মেলে। এর পরেই তাঁকে এন্টালি থানার হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ কলার চিপস! স্ট্রিটফুডের তালিকায় জায়গা করে নিয়েছে

জিজ্ঞাসাবাদের পর সকাল ৭টা নাগাদ ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি অচল অবস্থায় পাওয়া গিয়েছে। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে ওই অস্ত্র তাঁর কাছে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন