বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই ট্রাম্পের বৈঠকের বিষয় রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি। তবে ১৫ অগস্টের বৈঠকের পরে সমাধান সূত্র কতটা বার হবে তা নিয়ে সন্দেহ থাকছেই। এই পরিস্থিতিতে ট্রাম্প আগে থেকেই ইঙ্গিতে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্টকে।
আরও পড়ুনঃ ‘উড়িয়ে দেওয়া হবে’! মন্দিরের গায়েই বড় বড় হরফে লেখা হুমকি! বাড়ল নিরাপত্তা
বুধবার বৈঠকের পর ট্রাম্প জানান, জ়েলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে খুব ভাল বৈঠক হয়েছে। এ দিনের এই বৈঠককে দশে দশ দিচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানান, পুতিনের সঙ্গে দেখা করার পরে তিনি জ়েলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের ফোন করবেন। এর পরেই ট্রাম্পের হুঁশিযারি, “শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের পরেও, রাশিয়া যদি পুনরায় ইউক্রেনে হামলা চালায় বা হামলা চালানোর পরিকল্পনা করে, তা হলে আমেরিকা উপযুক্ত পদক্ষেপ করবে।”
অন্য দিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, “ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প পরিষ্কার করে জানান, তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর। আগামী শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে মূলত রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়েই আলোচনা হবে।”
আরও পড়ুনঃ গাড়িতে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের, পুলিশকে ছোড়়া হচ্ছে থান ইট, রণক্ষেত্র সল্টলেক
বুধবার, ইউরোপীয় নেতা এবং ট্রাম্পের উদ্দেশে জ়েলেনস্কি বলেন, “শুক্রবারের বৈঠকের আগে পুতিন সকলকে ধাঁধায় রাখতে চাইছেন।” তাঁর সংযোজন, “পুতিন সকলের উপরে চাপ সৃষ্টি করে বোঝাতে চাইছেন ইউক্রেনের উপর রাশিয়া ক্ষমতা বিস্তার করতে সক্ষম।” বুধবার জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের পরেই রাশিয়ার উদ্দেশে ট্রাম্পের ‘হুমকি’ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।