Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গDigha: দিঘায় দুর্ঘটনা; উত্তাল সমুদ্রে তলিয়ে গেল দুই পর্যটক

Digha: দিঘায় দুর্ঘটনা; উত্তাল সমুদ্রে তলিয়ে গেল দুই পর্যটক

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমুদ্রের ঢেউয়ের উচ্চতা এমন ছিল যে পর্যটকরা সমুদ্রে নামার কয়েক মিনিটের মধ্যে তলিয়ে যান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের দিঘায় দুর্ঘটনা। উত্তাল সমুদ্রে তলিয়ে গেল দুই পর্যটক। দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে নুলিয়ারা। প্রথমে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনকে আর বাঁচানো যায়নি। মৃত্যু হয়েছে হাওড়ার লিলুয়ারের বাসিন্দা শঙ্কর হাজরার (৪৫)। তাঁকে উদ্ধার করে দিঘা স্ট্রেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অপর পর্যটক ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউ (৪২)। তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ বাদ পড়া ৬৫ লক্ষ নাম প্রকাশ করতে হবে মঙ্গলবারের মধ্যে, সুপ্রিম কোর্টের নির্দেশ

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগ এবং তীব্র বাতাসের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল। কিন্তু তারমধ্যেও বহু পর্যটককেও সমুদ্রস্নানে নামতে দেখা যায়। এরইমধ্যে তলিয়ে যান শঙ্কর, নারায়ণ। নুলিয়ারা ঝাঁপিয়ে পড়লেও খবর পাওয়া মাত্রই পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ আবার এটিএম লুটের চেষ্টা! পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমুদ্রের ঢেউয়ের উচ্চতা এমন ছিল যে পর্যটকরা সমুদ্রে নামার কয়েক মিনিটের মধ্যে তলিয়ে যান। কিছু পর্যটক বিপদ এড়িয়ে তটে ফিরতে পারলেও ওরা দু’জনে আর ফিরতে পারেননি। এদিকে সমুদ্র উত্তাল থাকার বিষয়ে প্রশাসনের তরফেও পর্যটকদের সতর্ক করা হচ্ছে। দিঘা মোহনা থানার ওসি প্রবীর সাহা জানান, এদিনের এই ঘটনা খুবই দুঃখজনক। সমগ্ৰ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এই মুহূর্তে

আরও পড়ুন