স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। লরির সঙ্গে ধাক্কায় মৃত বাসের ১০ যাত্রী। আহত ৩৫ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের নলা ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই ওই বাস।
আরও পড়ুনঃ সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যু, দফায় দফায় বিক্ষোভ বিজেপি-সিপিএমের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে ওই বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি রাস্তার একপাশে দাঁড়িয়েছিল। বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা ঘটে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনার জেরে যান চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উদযাপন হলো দ্বাদশ কন্যাশ্রী দিবস
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসযাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা তাঁরা। গঙ্গাসাগরে স্নান করতে পশ্চিমঙ্গে এসেছিলেন ওই যাত্রীরা। স্নান শেষে বাসে বাড়ি ফিরছিলেন। তখনই এই ঘটনা। বাসে মোট ৫ জন শিশু সহ ৪৫ জন যাত্রী ছিলেন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী। পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।