স্বাধীনতা দিবসের সকাল। চারপাশে উড়ছে তেরঙ্গা। কিন্তু নদিয়ার শান্তিপুরে এক ক্লাবের প্রাঙ্গণে সকালটা এল হাহাকারের খবর নিয়ে। চাপাতলা এলাকার সোনালী সংঘে রাতে লেগে গেল আগুন। পুড়ে ছারখার হয়ে গেল ক্লাবঘরের দরজা, জানলা, ভেতরে রাখা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম—সব।
তবু, ধ্বংসস্তূপের মধ্যেও যেন অলৌকিক এক দৃশ্য, অক্ষত রয়েছে জাতীয় পতাকা।
আরও পড়ুনঃ সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে খোয়া গেল পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কারের মেডালও
স্থানীয়দের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা। ক্লাব সদস্যদের বক্তব্য, বৃহস্পতিবার গভীর রাতে কেউ ক্লাবঘরের দরজার নিচের ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। রাতে কেউ টের না পেলেও, সকালবেলা খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। ভেতরে ঢুকে দেখেন—পোড়া কাঠ, ভাঙা জানলা, ছাই হয়ে যাওয়া সাউন্ড সিস্টেম।
মানসিকভাবে ভেঙে পড়েন ক্লাবের সদস্যরা। কারণ, এদিন সকালেই ছিল স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ও শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। ক্ষতিগ্রস্ত মঞ্চে অনুষ্ঠান করা সম্ভব না হওয়ায় বাতিল হয়ে যায় প্রতিযোগিতা।
আরও পড়ুনঃ বাংলাদেশে জারি ‘সতর্কতা’, মোতায়েন পুলিশ-জলকামান
তবে অদ্ভুতভাবে আগুনের গ্রাসে আসেনি জাতীয় পতাকা। সেটি আগের মতোই অক্ষত অবস্থায় ছিল উত্তোলনের জন্য। ফলে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও শুক্রবার সকালে ঠিক সময়েই জাতীয় পতাকা উত্তোলন হয়।
স্থানীয়দের দাবি, এই ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।