ফের তৃণমূল বনাম তৃণমূল!
কলকাতায় ধরা পড়ল শাসক দলের গোষ্ঠীকোন্দলের ছবি। তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দলেরই এক কর্মীকে। আহত তৃণমূল কর্মী এনআরএস হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।
বেলেঘাটার উড়িয়াবাগানে এই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপরে চড়াও হয় বেশ কয়েকজন। এই ঘটনাতেই তিনি মারাত্মক জখম হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, তাপস বন্দ্যোপাধ্যায় নামের ওই তৃণমূল কর্মীর ওপর হামলা চালিয়েছে তৃণমূলেরই লোক।
আরও পড়ুনঃ কেন্দ্রের নয়া উদ্যোগ, দেশজুড়ে চালু হতে চলেছে স্মার্ট কার্ড! মিলবে নাগরিক পরিচয়
তাপসের পরিবারও একই অভিযোগ করেছে। ইতিমধ্যে সৌরভ দাস এবং গুড্ডু নামের যে দুজন অভিযুক্ত তাদের মধ্যে সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যজন পলাতক। এরা শাসক দলেরই কর্মী বলে জানা গেছে।
আহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি, শুক্রবার রাতে উড়িয়াবাগান বাসস্ট্যান্ডের কাছে আড্ডা মারার সময় তাপসের ওপর হামলা হয়। আহতর ভাই জানিয়েছেন, আচমকা সেখানে এসে গালিগালাজ করতে থাকে সৌরভ। কিছুক্ষণ পর গুড্ডুকে নিয়ে এসে তাঁর দাদার ওপর হামলা চালান। একের পর এক কোপ মারা হয়।
আরও পড়ুনঃ দেশভাগের জন্য ‘দায়ী’ কংগ্রেসও! বিতর্কের মুখে এনসিইআরটি
ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরে হামলা নাকি, রাজনৈতিক ইস্যু, সেটাই মূল প্রশ্ন। যদিও তাপসের পরিবারের অভিযোগ, রাজনীতির কারণেই তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছে।