Tuesday, 19 August, 2025
19 August, 25
HomeদেশModi-Putin: মোদীকে ফোন ‘বন্ধু’ পুতিনের, জানালেন ট্রাম্পের সঙ্গে কী কথা হয়েছে

Modi-Putin: মোদীকে ফোন ‘বন্ধু’ পুতিনের, জানালেন ট্রাম্পের সঙ্গে কী কথা হয়েছে

আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে কী কথা ট্রাম্পের সঙ্গে, মোদিকে ফোনে জানালেন পুতিন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ফোনালাপের বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করে জানান মোদী। পাশাপাশি, পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। একই সঙ্গে, ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের কথাও প্রকাশ করেছেন মোদী।

এক্স পোস্টে মোদী পুতিনকে বন্ধু হিসাবে উল্লেখ করে লেখেন, ‘‘সম্প্রতি আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর (পুতিন) বৈঠকের বিষয়বস্তু আমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।’’ মোদী আরও জানান, ভারত ধারাবাহিক ভাবে ইউক্রেন যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। যুদ্ধ বন্ধের সকল প্রচেষ্টাকে ভারত সমর্থন করে বলেও জানিয়েছেন মোদী।

আরও পড়ুনঃ বড় ঘোষণা মমতার, ঘরের ছেলে ঘরে ফিরলে শ্রমশ্রীতে মাসে ৫ হাজার টাকা

শুধু আলাস্কার বৈঠক বা ইউক্রেন যুদ্ধ নয়, পুতিন এবং মোদীর কথোপোকথনে উঠে এসেছে ভারত-রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গও। দুই রাষ্ট্রনেতাই সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন বলেও জানা গিয়েছে।

গত ১৫ অগস্ট আলাস্কায় মোদী-পুতিনের বৈঠকের দিকে নজর ছিল ভারতের। ট্রাম্প জানিয়েছিলেন, এই বৈঠক মূলত রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানোর বিষয় নিয়ে আলোচনার জন্য। তবে অনেকের দাবি ছিল, রাশিয়ার থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গও উঠতে পারে ট্রাম্প-পুতিনের বৈঠকে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও সমাধানসূত্র বেরোয়নি। তবে দুই রাষ্ট্রনেতারই দাবি, বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে। এর পর আমেরিকার সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’-কে ট্রাম্প জানান, বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির উপর নির্ভর করছে। তাঁকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। সোমবার ওয়াশিংটনে জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে হওয়া বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত। শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। সোমবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলার সময় সেই বিষয়টি তুলে ধরেছেন মোদী।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে দেড় বছরের শিশুকন্যাকে যৌন হেনস্তা, ধৃত তরুণ 

রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা দেশগুলির মধ্যে ভারত যে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, তা সাম্প্রতিক সময়ে বার বার উল্লেখ করেছেন ট্রাম্প। এমনকি মস্কোর সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্কের জন্যই যে তিনি ভারতের উপর চড়া শুল্ক চাপাচ্ছেন, তা-ও গোপন করেননি মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, চিন এবং ভারত— এই দুই দেশই রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কেনে। তবে পুতিনের সঙ্গে বৈঠকের পর শুল্ক নিয়ে ট্রাম্পের সুর কিছুটা নরমই শোনায়। তিনি বলেন, “আজ যা হল, আশা করি এর পর আর ওটা (শুল্ক) নিয়ে ভাবতে হবে না। তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হয়তো ওটা নিয়ে আমাকে আবার ভাবতে হবে। এখন কিছু নয়। আমার মনে হয়, বৈঠক খুব ভাল হয়েছে।’’ এ বার বৈঠকের ব্যাপারে মোদীকে তথ্য দিলেন পুতিন।

এই মুহূর্তে

আরও পড়ুন