সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়া:
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে তৃণমূলের পতাকা হাতে কর্মীদের প্রবেশ। অস্বস্তি বাড়তেই তড়িঘড়ি পতাকা গুটিয়ে কর্মীদের ফেরাল দলীয় নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। সুর চড়িয়েছে বিরোধীরা। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনিতে। এখানেই দেখা গেল একেবারে দলীয় পতাকা হাতে নিয়ে শাসকদলের কর্মীরা সটান ঢুকে পড়ছেন ওই শিবিরে। বিষয়টি নজরে আসতেই অস্বস্তিতে পড়ে পতাকা হাতে থাকা কর্মীদের তড়িঘড়ি ফিরিয়ে দেওয়া হল শিবির থেকে।
আরও পড়ুনঃ করুণাময়ীতে ধুন্ধুমারকাণ্ড! ২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ; উত্তাল রাজপথ
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনি অঞ্চল উচ্চ বিদ্যালয়ে এদিন স্থানীয় ২৫৯, ২৬০ ও ২৬২ নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন সহ ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিকেরা। সরকারি সেই শিবির শুরুর সময়ই একদল তৃণমূল কর্মী কাঁধে দলীয় পতাকা নিয়ে শিবিরে হাজির হন। তা নিয়েই শুরু হয় বিতর্ক। মাঠে নামে দলীয় নেতৃত্ব। তড়িঘড়ি পতাকা হাতে থাকা কর্মীদের পতাকা গুটিয়ে শিবির থেকে ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ আক্রারহাট বাজারে রমরমিয়ে জুয়ার আসর; চাঞ্চল্য শীতলকুচিতে
চাপানউতোরের মধ্যেই স্থানীয় তৃণমূল নেতাদের দাবি এই শিবির সরকারি অনুষ্ঠান। এর সঙ্গে দলের সম্পর্ক নেই। তৃনমূলের গঙ্গাজলঘাটি ২ নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি জিতেন গরাই বলছেন, আবেগের বশে কিছু কর্মী দলের পতাকা নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। তাই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বিজেপি এই ঘটনার কড়া সমালোচনা করেছে। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির দাবি, দল ও সরকার এক হয়ে গিয়েছে। সাধারণের করের টাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে তৃণমূলের দলীয় প্রচার চলছে। এই ঘটনা তারই উদাহরণ।