Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশRomeo And Juliet: বাইক রোমান্স! ৫০ হাজার ফাইন! পুলিশ বলল, 'প্রেম নয়,...

Romeo And Juliet: বাইক রোমান্স! ৫০ হাজার ফাইন! পুলিশ বলল, ‘প্রেম নয়, সুরক্ষায় মন দাও’

শেষমেশ রোমিও-জুলিয়েটকে ধরে জরিমানা করা হল মোট ৫৩ হাজার ৫০০ টাকা!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নয়ডার ব্যস্ত সড়কে এক রোমান্টিক দৃশ্যের নামমাত্র রিমেক, কিন্তু এবার গান নয়, ক্লাইম্যাক্সে এল পুলিশের বিশাল অঙ্কের জরিমানার চালান!

উত্তরপ্রদেশের পুলিশের ভাইরাল পোস্টে ‘Romeo & Juliet tried a bike sequel in Noida’ শিরোনামে দেখানো হয়েছে, কীভাবে যুবদম্পতি হেলমেট না পরে বাইক চালাচ্ছিলেন এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘন করছিলেন। ভিডিওতে তারা সিনেমার রোমান্টিক দৃশ্য অনুকরণ করছিলেন। কিন্তু পুলিশ সতর্ক ছিল, এবং শেষমেশ রোমিও-জুলিয়েটকে ধরে জরিমানা করা হল মোট ৫৩ হাজার ৫০০ টাকা!

আরও পড়ুনঃ জারি হল অ্যালার্ট! প্লাবনে ভাসবে বাংলা! প্লাবনের পরিস্থিতি বাঁকুড়ায়

পুলিশ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছে, “এইবার ক্লাইম্যাক্স হল চালান, প্রেমের গান নয়! নিরাপদে চলুন, নিয়ম মানুন, এবং আপনার প্রেমের গল্প দীর্ঘজীবী হোক।”

নেটিজেনরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, “চালান কারা দেবেন—রোমিও, জুলিয়েট, না বাবা-মা? সাবধান! নিয়ম মানুন, সম্পর্কও রক্ষা করুন।” অন্যজন মন্তব্য করেছেন, “UP পুলিশের এই মেসেজ আমাদের নিরাপত্তার জন্য। সবাই নিয়ম মানুক। জয় হিন্দ।”

আরও পড়ুনঃ ভয়াবহ পরিস্থতি! ধারালির পর থারালি; মেঘভাঙা বৃষ্টিতে বেহাল উত্তরাখণ্ড

এই উদ্যোগের মাধ্যমে উত্তরপ্রদেশের পুলিশ যুবসমাজকে সচেতন করতে চাইছে। রোমান্টিক মিমস এবং ভিডিওর মাধ্যমে তারা হেলমেট ব্যবহার, রাশ ড্রাইভিং এড়ানো এবং ট্রাফিক আইন মানার গুরুত্ব বোঝাচ্ছেন। আর রোমিও-জুলিয়েটের বাইক রোমান্সের দৌলতে পুলিশের শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল।

 

এই মুহূর্তে

আরও পড়ুন