Thursday, 16 October, 2025
16 October
HomeকলকাতাDurga Puja 2025: টালা প্রত্যয়ে বড় চমক! দুর্গাপুজোয় থিমের নামকরণ মুখ্যমন্ত্রীর

Durga Puja 2025: টালা প্রত্যয়ে বড় চমক! দুর্গাপুজোয় থিমের নামকরণ মুখ্যমন্ত্রীর

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে শহরের আনাচে কানাচে ছেয়ে গিয়েছে এই টিজার পোস্টারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে শহরের আনাচে কানাচে ছেয়ে গিয়েছে এই টিজার পোস্টারে। বাড়িয়েছে পথচলতিদের কৌতূহল। এবার সেই ঝলকের রহস্য ফাঁসেই মিলল বড় চমক! আসলে শতবর্ষের টালা প্রত্যয়ের থিমের নাম রাখলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ অবাক হয়ে যাবেন! দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কলকাতা তথা বাংলার দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়। মণ্ডপে প্রতিমার চক্ষুদান থেকে পুজো উদ্বোধন, সবক্ষেত্রেই দেখা গিয়েছে তাঁর সাবলীল উপস্থিতি। কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি এনে দেওয়ার নেপথ্যে তাঁর অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখানেই শেষ নয়, একাধিক পুজোর জন্য লিখেছেন থিম সঙ্গীতও। তবে এই প্রথমবার কোনও পুজোর থিমশিল্পের নামকরণ হল তাঁর হাতে। এবার শতবর্ষের পুজো উদযাপনে টালা প্রত্যয়। উত্তর কলকাতার এই জনপ্রিয় পুজো সাজিয়ে তোলার দায়িত্বে প্রখ্যাত শিল্পী ভবতোষ সুতার। তাঁর পুজো শিল্পেরই নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। এবারের থিম ‘বীজ অঙ্গন’।

টালা প্রত্যয়ের তরফে শুভ বসু জানালেন এই নামকরণের নেপথ্য কাহিনি। বলেন, ‘গতবছরই মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন শতবর্ষ নিয়ে ক্লাবের কী পরিকল্পনা। এরপর সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হয়। সেখানেই এবারের থিম নিয়ে আলোচনা হয়। থিমের মধ্যে দিয়ে সবুজ রক্ষার বার্তা দেওয়া হবে বলে জানানো হয়। দীর্ঘক্ষণ মন দিয়ে সম্পূর্ণ থিমভাবনা শোনার পর মুখ্যমন্ত্রী নিজেই বলেন, এই সৃজনের দারুণ একটা নাম হতে পারে। তা হল বীজ অঙ্গন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব তৎক্ষণাৎ লুফে নেয় ক্লাব। গত তিনবছর মুখ্যমন্ত্রীই টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করেছেন। পুজো কমিটির আশা, এবারও তাঁর হাত ধরেই উৎসবের শুভ সূচনা হবে।

আরও পড়ুনঃ আজ ২৪ অগাস্ট; সত্যিই কি আজ তিলোত্তমা কলকাতার জন্মদিন!

গত মার্চে দোল উৎসবে ‘বীজগণিত’ নাম নিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল শতবর্ষের টালা প্রত্যয়ের পুজোর। এবার থিমের নাম দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর থিমের এই নামকরণ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী ভবতোষ সুতার। সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলেন, “দুর্গাপুজোর সঙ্গে যুক্ত প্রত্যেককে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে আসেন, পাশে দাঁড়ান, তা সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। পুজো শিল্পের প্রতি তাঁর এই ভালোবাসা আর আগ্রহ দেখে ভীষণই ভালো লাগে। নামটা আমারও পছন্দ হয়েছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন