কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
বাংলাদেশি নাগরিক অথচ রয়েছে আধার কার্ড! ফের ভারত-নেপাল সীমান্তে টহলদারির সময় গ্রেপ্তার করা হল এমনই এক বাংলাদেশিকে।
জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম রাতুল খান। খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার দিয়ে ভারত থেকে নেপালে যাচ্ছিলেন ওই বাংলাদেশি। সেই সময় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপারের সময় কর্তব্যরত এসএসবি জওয়ানদের সন্দেহ হয়। এরপরই তাঁকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র।
আরও পড়ুনঃ বাবার সঙ্গে বচসা, সকালে ঘর থেকে উদ্ধার ছেলের ঝুলন্ত দেহ! চিতা থেকে তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ
এমনকি বাংলাদেশের পরিচয়পত্রে ওই তরুণের নাম মহম্মদ মানিক। অর্থাৎ একই ব্যক্তির দুই নাম। তবে এসএসবির জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছেন যে তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক। বাড়ি সে দেশের লালমনিরহাট এলাকায়। ধৃতের হেপাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ সেরা কলকাতার শৌচালয়! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফিকেট এখন পুরসভার হাতে
ধৃত বাংলাদেশি জেরায় জানিয়েছে, গত ২২ অগাস্ট এক বাংলাদেশি দালালের মাধ্যমে ১২ হাজার টাকার বিনিময়ে চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকে। এরপর মোটা টাকার বিনিময়ে পানিট্যাঙ্কি এলাকার দুই দালালের মাধ্যমে ভারতীয় জাল নথি তৈরি করেন। পরে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে প্রবেশের চেষ্টার সময়ই এসএসবির হাতে ধরা পড়ে যান ওই তরুণ।
এসএসবি সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নেপালের কাঠমান্ডুতে দর্জির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃতকে শনিবার গভীর রাতেই খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। রবিবার ওই বাংলাদেশিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।