Thursday, 16 October, 2025
16 October
Homeউত্তরবঙ্গSiliguri: 'টক টু মেয়র' অনুষ্ঠানে ইঙ্গিত গৌতম দেবের, শহরে ফের রেল-বাস চালুর...

Siliguri: ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ইঙ্গিত গৌতম দেবের, শহরে ফের রেল-বাস চালুর জন্য উদ্যোগ!

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলিগুড়িতে রেল-বাস চালু হয়েছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

শহরের যানবাহনের গতি বাড়াতে ফের রেল-বাস চালুর জন্য উদ্যোগ নিচ্ছে শিলিগুড়ি পুরসভা। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই ইঙ্গিত দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলিগুড়িতে রেল-বাস চালু হয়েছিল। শিলিগুড়ি জংশন থেকে বাগডোগরা পর্যন্ত ওই রেল-বাস চলত। দু’কামরার ট্রেনকে বাসের মতো ব্যবহার করা হতো। অনেকটা টয় ট্রেনের মতোই। মিটারগেজ লাইনে চললেও বাস-রেল আকারে টয় ট্রেনের থেকে অনেকটা বড়। আসনও বেশ আরামদায়ক ছিল। কিন্তু যাত্রী না-মেলায় সেই রেল-বাস দু’বছরের মধ্যে তুলে দেন রেল কর্তৃপক্ষ। যদিও যে উদ্দেশ্য নিয়ে রেল-বাস তখন চালু করা হয়েছিল সেই সমস্যার সমাধান আজও হয়নি। শিলিগুড়ির কোর্ট মোড় থেকে দার্জিলিং মোড়ে পৌঁছতে এখনও তিরিশ মিনিটের বেশি সময় লাগে। তার সঙ্গে যানজটের কারণে মাটিগাড়ার শপিং মল, খাপরাইল মোড়, বাগডোগরা ফ্লাইওভার হয়ে যাতায়াত করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। অথচ রেল-বাস থাকলে দ্রুত যাতায়াত করা সম্ভব হতো। প্রায় একইরকম সমস্যা ছিল জলপাইগুড়ির বেলাকোবা এবং আমবাড়ি রুটেও। এখনও ওই রুটের বাসিন্দাদের বাইক অথবা সাইকেলে চেপে শিলিগুড়িতে আসতে হয়।

আরও পড়ুনঃ সন্ত্রাস,অত্যাচার ও লুটপাট! এবার ‘খেলা’ দেখাচ্ছেন বেরুগ্রাম অঞ্চলের বেতাজ বাদশা তৃণমূলের শেখ ফিরোজ!

মেয়র বলেন, ‘রেলবাস চালু করার সময়ে আমরা চেয়েছিলাম আমবাড়ি থেকে নকশালবাড়ি পর্যন্ত চালানো হোক। তা হলে বাইরের লোকজন দ্রুত শহরে ঢুকতে এবং বেরোতে পারবেন। কিন্তু রেল সেটা করেনি। উল্টে রেল-বাস বন্ধ করে দিয়েছে। আমি রেলের সঙ্গে কথা বলব যাতে ফের সেটি চালু করা যায়।’

আরও পড়ুনঃ রাজ্যে বড় দুর্ঘটনা! পিক আপ ভ্যানের সঙ্গে ধাক্কা গাড়ির, র*ক্তা*ক্ত দুটি গাড়িকেই খাদে ফেলল বাস! হতাহত অনেকে

এ দিন ‘টক টু মেয়রে’ প্রসঙ্গটি উত্থাপন করেন শহরের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবরাজ রায়। তিনি শিলিগুড়ি শহরে মেট্রো পরিষেবার আর্জি জানান। মেয়র সাফ জানিয়ে দেন, শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালু করার মতো পরিস্থিতি নেই। তিনি বলেন, ‘রেলের পরিকল্পনার অভাবে শিলিগুড়িতে রেল-বাসই চালানো গেল না। সেখানে মেট্রো কী করে চলবে? বরং বন্ধ করে দেওয়া রেল-বাস ফের চালু করা যায় কি না, সেটা নিয়ে রেলের সঙ্গে কথা বলব।’ রেলের কোনও আধিকারিক এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাঁদের যুক্তি, এই ধরনের বিষয় নিয়ে কেবলমাত্র রেলওয়ে বোর্ডই মন্তব্য করতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন