হঠাৎই সমস্যার মুখে রিলায়েন্স জিওর গ্রাহকরা। দুপুর ১টা ৩০ মিনিটের পরই হঠাৎ উড়ে যায় জিওর নেটওয়ার্ক। সমস্যায় পড়েন দেশের হাজার হাজার গ্রাহক। নেটওয়ার্ক উড়ে যাওয়ায় জিওর সিম থেকে ফোন বা সেই সিমে ইন্টারনেট ব্যবহার, কোনও কিছুই করা যাচ্ছিল না সঠিকভাবে।
আরও পড়ুনঃ ‘পিসি-ভাইপোকে ধরাই উচিত, প্রচুর সম্পত্তি করেছে, লজ, শপিং মল..’, বেফাঁস তৃণমূলের জীবনকৃষ্ণের বাবা
তথ্য বলছে, পূর্ব ভারতে জিও ব্যবহারকারীদের একাংশ এই সমস্যার মুখে পড়েন। বিশেষত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হন। তবে শুধু জিওর মোবাইল নেটওয়ার্ক নয়, উড়ে যায় জিও ফাইবারের নেটওয়ার্কও। মঙ্গলবার অফিস টাইমের মধ্যে হঠাৎ নেটওয়ার্ক উড়ে যায় জিও ইন্টারনেট। আর বর্তমান যুগে সমাজ জীবনের সঙ্গে ইন্টারনেট যে ভাবে জুড়ে গিয়েছে, তার পর ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় তোলপাড় হয়ে যায় নেটপাড়া। এক্স হ্যান্ডেলে মানুষ তাঁদের ক্ষোভ উগরে দিতে থাকেন।
আরও পড়ুনঃ দিনবদলের ইস্তেহার! বামপন্থা এসেছে সূক্ষ্ম অবয়বে; কমেডিকে অস্ত্র বানিয়ে তোলেন ভানু বন্দ্যোপাধ্যায়?
অনেকে জিও কেয়ার ও রিলায়েন্স জিওকে ট্যাগ করে পোস্ট করতে থাকেন। আর তার ফলে, এই পোস্টে জিও কেয়ার সসম্যা সম্পর্কে ডিটেলে জানতে চেয়ে রিপ্লাইও করতে থাকে। যদিও এই ইন্টারনেটের সমস্যার কারণ সম্পর্কে কোনও কিছু জানায়নি মুকেশ অম্বানির টেলিকম সংস্থা।