কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
বায়ু সেনার স্টিকার লাগানো গাড়িতে বালি পাচারের অভিযোগ! মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে গ্রামের রাস্তায় অতিরিক্ত বালি-পাথর বোঝাই ডাম্পারের দাপাদাপি! শেষমেশ পথে নামলেন গ্রামবাসীরা। সেই গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ অমান্য করেই গ্রামের রাস্তায় চলছে অতিরিক্ত বালি-পাথর বোঝাই ১৬ চাকার ডাম্পারের দাপাদাপি।
আজ বুধবার এলাকায় দেখা যায়, ‘বায়ু সোনার’ স্টিকার লাগিয়ে অবাধে ঢুকছে ওভারলোডেড গাড়ি। এলাকার মধ্যে এই খবর চাউর হতেই জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা।উত্তেজনা ছড়ায় ধূপগুড়ি কোরিয়া গ্রাম পঞ্চায়েতের ঝুমুর এলাকার দক্ষিণ আলতা গ্রামে।
আরও পড়ুনঃ ১০৩ কেজির, ৫০ হাজার টাকার ইয়া বড় লাড্ডু! নজরকাড়া আয়োজন জলপাইগুড়িতে
অভিযোগ, নির্দিষ্ট পরিমাণের থেকে অনেক বেশি পাথর বোঝাই করে গ্রামের সরু রাস্তায় ঢোকানো হচ্ছে এসব ডাম্পারকে। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তা। ইতিমধ্যেই একাধিক জায়গায় ফেটে গিয়েছে পিচের চাদর, তৈরি হয়েছে গর্ত।
এদিন সকালে আবারও একটি ওভারলোডেড ডাম্পার ঢুকতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা গাড়ি আটকান। কেন গ্রামের রাস্তায় এমন গাড়ি ঢোকানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কিন্তু চালক বা মালিকপক্ষের তরফে কোনও সদুত্তর না মেলায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ মিশন ‘পুরোনো দাদাভাই হোটেল’কে শীর্ষে পৌঁছানো, পুজোর আগে জোরদার প্রস্তুতি সুমন্ত কুন্ডুর
এক স্থানীয় বাসিন্দা বলেন, ” এ আজকের ঘটনা যে, তা নয়। অনেক দিন ধরেই ভারী ভারী ডাম্পার এভাবে সুুরু রাস্তা দিয়ে ঢোকানো হয়। সকালে সকলের সামনেই চলে অবৈধ কারবার। তবুও কারোর বাধা দেওয়ার নেই। কিন্তু তাতে যেটা আমাদের সমস্যা, তা হল রাস্তাগুলো একেবারে ভেঙে শেষ হয়ে যাচ্ছে।” আরেক বাসিন্দা বলেন, “অবিলম্বে এই গাড়ির চলাচল বন্ধ করা হোক। না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামব আমরা।”