Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাCalcutta University: শেষ মুহূর্তে পরীক্ষা বাতিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! নির্দিষ্ট সূচি মেনেই নির্বিঘ্নে...

Calcutta University: শেষ মুহূর্তে পরীক্ষা বাতিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! নির্দিষ্ট সূচি মেনেই নির্বিঘ্নে পরীক্ষা শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ের

প্রশ্ন উঠেছে—যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় চাপ সামলে পরীক্ষা নিয়েছে, সেখানে কেন বর্ধমান বিশ্ববিদ্যালয় পারল না?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নির্ধারিত সময়সূচি মেনেই আজ বৃহস্পতিবার (২৮ অগাস্ট) বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ ঘোষণা করে— “অনিবার্য কারণে” পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। এ সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় এখনও জানায়নি কবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে, একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। উপাচার্য শান্তা দত্ত কোনও ‘চাপেই’ নতি স্বীকার করেননি। এমনকি শিক্ষা দফতরের তরফ থেকেও পরীক্ষা পিছোনোর অনুরোধ এসেছিল, কিন্তু তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনার ধারাবাহিকতা ভাঙতে রাজি হননি।

আরও পড়ুনঃ ৪০ মিনিট পার, নাকাল যাত্রীরা, মিলছে না পরিষেবা, ভাঙা পথে চালু মেট্রো

বর্ধমান বিশ্ববিদ্যালয় অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করেছে রাতারাতি। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় বর্ধমান বিশ্ববিদ্যালয়। আজ, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও আইনের পরীক্ষা হচ্ছে। উচ্চশিক্ষা দফতরের অনুরোধ সত্ত্বেও পরীক্ষার দিনবদল করেনি CU। তা নিয়ে কম জলঘোলা হয়নি। শহরে আজ তিনটি মিছিল বেরোচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের। যানজটের আশঙ্কা ছিলই। সব বাধা উপেক্ষা করে নির্বিঘ্নেই শুরু হল পরীক্ষা।

সভা হচ্ছে মেয়ো রোডের গান্ধী মূর্তিতে। সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলো যতটা কাছে, তার থেকে বর্ধমান অনেকটাই দূর। বুধবার রাত পর্যন্তও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানতেন, পরীক্ষা হচ্ছে। কিন্তু পরীক্ষা দিন সকালেই হঠাৎ একটা নোটিস। তাতে তাঁরা জানতে পারলেন পরীক্ষা আজ হচ্ছে না।  বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা দফতরের তরফে কোনও অনুরোধ করা হয়নি, তাদের পরীক্ষা নিয়ে কোনও বিতর্কও হয়নি। তবুও পরীক্ষা স্থগিত। তবে কলকাতায় সব মিলিয়ে ৮১টা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আবার কলেজের গেট থেকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা মিছিলের উদ্দেশে রওনা দিয়েছেন।  কলেজের ভিতরেও ধরা পড়েছে দুটো ছবি। যেমন সাউথ সিটি কিংবা সুরেন্দ্রনাথ কলেজে গিয়ে দেখা গেল, একদিকে ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে, অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা ফ্লেগ, ফেস্টুন নিয়ে মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত।

আরও পড়ুনঃ চিহ্নিত ৯২ কাঠা জমি, শহরে নতুন শ্মশান; যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা এবং বেসরকারি সংস্থা

যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “কলকাতা বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপ করেছে, সেটাই স্বাভাবিক ও সাধারণ পদক্ষেপ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এরকম তো সমস্ত রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠনেরই প্রতিষ্ঠা দিবস আছে। তাতে যদি সব এরকম প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ রাখতে হয়, তাহলে ভয়ঙ্কর কথা।”

কলকাতা বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা নিচ্ছে, বর্ধমান কেন পারল না? সে প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “বর্ধমান বিশ্ববিদ্যালয় বুঝতে পেরেছে, আজকে অসংখ্য ছাত্রছাত্রী অনুষ্ঠানে যাবে, মিছিলে যাবে। যানজট হওয়ার সম্ভাবনা থাকবে, অনাবশ্যক গায়ের জোরে রাজনৈতিক ডিভিডেন্ট কোড়ানোর জন্য পরীক্ষাদের সমস্যায় ফেলা উচিত নয়।”

এই মুহূর্তে

আরও পড়ুন