Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গBankura: লাগাতার হুমকি! নিরাপত্তাহীনতায় ভুগছেন কলেজেরই নিগৃহীত অধ্যাপক; প্রতিবাদে বাঁকুড়ার রাস্তায় বিজেপি

Bankura: লাগাতার হুমকি! নিরাপত্তাহীনতায় ভুগছেন কলেজেরই নিগৃহীত অধ্যাপক; প্রতিবাদে বাঁকুড়ার রাস্তায় বিজেপি

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়া:

কলেজ পরিচালন সমিতির বৈঠকে তৃণমূল নেতার ‘দাদাগিরি’র ছবি সংবাদমাধ্যমে উঠে এসেছিল বুধবার। আর তাতেই এবার লাগাতার হুমকির মুখে পড়ে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভূগছেন বেলিয়াতোড় যামিনী রায় কলেজের প্রতিবাদী দুই অধ্যাপক। এদিকে মারধরের ঘটনায় এখনও দোষীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কলেজেরই নিগৃহীত অধ্যাপক মার্শাল সোরেন। অপরদিকে একের পর এক অধ্যাপকের উপর আক্রমণ ও তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরির প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।

গত ২৬ মার্চ বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের পরিচালন সমিতির বৈঠকের একটি ভিডিয়ো সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কলেজের পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের বড়জোড়া ব্লকের সভাপতি কালীপদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ওঠে। তৃণমূল নেতার আচরণের প্রতিবাদে পুলিশ সুপারের কাছে মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ জানান কলেজেরই দুই প্রতিবাদী অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব ও কুন্তল সিনহা।

আরও পড়ুনঃ এবার কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা সিবিআই-এর, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

বুধবার সেই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ হতেই সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। আর এতেই ওই দুই অধ্যাপককে ফের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। প্রতিবাদী ওই অধ্যাপকদের বক্তব্য, এই ঘটনার পর থেকেই রাজ্যের শাসকদলের মদতে তাঁদের বিভিন্নভাবে পরোক্ষে হুমকি দেওয়া হচ্ছে। আর তাতেই চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই দুই অধ্যাপক।

এদিকে গত ১৪ অগস্ট কলেজের বাইরে মদ্যপদের হাতে আক্রান্ত ওই কলেজেরই ইতিহাস বিভাগের আদিবাসী অধ্যাপক মার্শাল সোরেনও রীতিমতো নিরাপত্তাহীনতায় ভূগছেন। আক্রান্ত অধ্যাপকের দাবি, নিগ্রহের ঘটনার কথা পুলিশকে জানানোর পরও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অধ্যাপকদের দাবি, শাসকদলের ছত্রছায়ায় থাকার কারণেই প্রতিটি ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। এই পরিস্থিতিতে বেলিয়াতোড় যামিনী রায় কলেজ প্রাঙ্গণকে রাজনীতির প্রভাবমুক্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন ওই তিন অধ্যাপক। অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কুৎসা প্রচার করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, এখানে কীভাবে চাকরি করেন দেখে নেব। শাসকদলের আশ্রয়ে যারা রয়েছে, তারা এগুলো করছে।”

আরও পড়ুনঃ কালকের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ, সুপ্রিম কোর্টে রেকর্ড করা হল কল্যাণের বক্তব্য

অপরদিকে একের পর এক অধ্যাপককে হুমকি ও নিগ্রহের ঘটনার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথে নেমেছে বিজেপি। এই দাবিকে সামনে রেখে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় বেলিয়াতোড়ে প্রতিবাদ মিছিল করে তারা। আন্দোলন জারি রেখেছে আদিবাসীদের একাধিক সামাজিক সংগঠনও। যদিও ঘটনার পর থেকেই গোটা বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে শাসক শিবির। পুলিশও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

এই মুহূর্তে

আরও পড়ুন