Wednesday, 5 November, 2025
5 November
Homeদক্ষিণবঙ্গBJP Win: ফলে গেল শুভেন্দুর ভবিষ্যদ্বাণী; উল্লাস বিজেপির, ঘাসফুল ধরাশায়ী, ফলাফল ১২-০

BJP Win: ফলে গেল শুভেন্দুর ভবিষ্যদ্বাণী; উল্লাস বিজেপির, ঘাসফুল ধরাশায়ী, ফলাফল ১২-০

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, এই নির্বাচনে জিতবে বিজেপিই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বড় জয় বিজেপির। ফল হল ১২-০। একটি আসনও পেল না তৃণমূল। রবিবার নন্দীগ্রামের ‘সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতি’র নির্বাচনের ফল প্রকাশ হয়। সেই ভোটে গেরুয়া ঝড়ে মুছে গেল ঘাসফুল। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, এই নির্বাচনে জিতবে বিজেপিই। সেই ভবিষ্যৎবাণীই এদিন সঠিক বলে প্রমাণিত হয়ে গেল। নির্বাচনে জয়ী হল বিজেপি।

আরও পড়ুনঃ শুরু রাজনৈতিক তরজা! কমেছে বরাদ্দ, অঙ্গনওয়ারি কেন্দ্রের ঝুড়িতে সবজি দিয়ে যাচ্ছেন প্রসূতি মায়েরাই!

সোনাচূড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে ১২টি আসনে ভোট হয় রবিবার। তৃণমূল ও বিজেপি ১২টি আসনে, সিপিএম ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই সমিতির মোট ভোটার ৬৭৫ জন। ভোট পড়েছে ৬৩০টি। ভোট শেষে দেখা যায় ১২টি আসনেই নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে বিজেপি।

বিজেপির দাবি, তৃণমূল নজিরবিহীন পুলিশি পাহারা দিয়ে জিততে চেয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। তমলুক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, “ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছিল, যাতে মানুষ ভয়ে ভোট দেয়। কিন্তু সেটা হয়নি।”

আরও পড়ুনঃ ‘তালিকায় বাকি নাম কই?’, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন শামিম

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, ভোটের আগের দিন রাতে বিজেপি নেতারা টাকা দিয়ে ভোট কিনেছে। ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে বলে তৃণমূল নেতা আবু তাহেরের। শুভেন্দু অধিকারী বলেন, “প্রতীক থাকে না, তাই আমরা বলি না বিজেপি জিতেছে। আমরা বলি বিজেপি সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে। চোরেরা হেরেছে। ৫৩টি সমবায় সমিতি প্রথমবার বিজেপির হাতে এসেছে।” 

এই মুহূর্তে

আরও পড়ুন