পাঁচ বছর ধরে স্বামীর সঙ্গে এক বিছানায় রাত কাটান ‘বেস্ট ফ্রেন্ড’! আর তাঁকে ধন্যবাদ জানিয়েই ব্যানার ঝোলালেন এক মহিলা। আর সেই ব্যানার ঘিরেই একেবারে হৈচৈ কাণ্ড। চিনের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হুনান প্রদেশের চাংশায়ের একটি আবাসিক কমপ্লেক্সে সেই ব্যানারগুলি টাঙানো হয়েছে। প্রদর্শিত ব্যানারগুলিতে বন্ধুর প্রতি এভাবে কৃতজ্ঞতা প্রকাশ ব্যঙ্গাত্মক বলেই মনে করা হচ্ছে। তবে শুধু ব্যানার নয়, ছোট ছোট বেশ কয়েকটি ফ্লেক্সও দেন! কিন্তু কেন? শুধুই ব্যাঙ্গ করতে নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ জারি Google-এর সতর্কতা, ‘টার্গেটে’ ২৫ কোটি জিমেল অ্যাকাউন্ট!
জানা গিয়েছে, ওই মহিলার বন্ধুর নামের শেষে রয়েছে জি। আর তা উল্লেখ করে ব্যানারে লেখা হয়েছে,”জি আমার ১২ বছরের ভালো বন্ধু। কিন্তু পাঁচ বছর ধরে সে আমার স্বামীকে যৌন সুখ দিয়েছে।” শুধু তাই নয়, আরও একটি ব্যানারে লেখ হয়েছে, অফিসে থাকাকালীন স্বামীর সঙ্গে হোটেলেও সময় কাটাতে যেত জি। এই ব্যানারগুলি এখন চিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একের পর এক ওয়ালে শেয়ার হচ্ছে। অনেকেই এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও শুরু করেছে। কেউ দাবি তুলছেন ওই মহিলা এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ । এমনকী কেউ আবার এই ঘটনায় মজাও নিচ্ছেন।
আরও পড়ুনঃ কলকাতার প্রিন্সেপ ঘাটে গঙ্গাবক্ষে নৌকায় ধর্ষণের অভিযোগ! গ্রেফতার যুবক
যদিও এই ঘটনা সামনে আসার পরই নড়েচড়ে বসে চিনের প্রশাসন। আবাসনে টাঙানো সমস্ত ব্যানার খুলে ফেলা হয়েছে। তবে এক আইনজীবী স্থানীয় ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্ধুর নাম এভাবে প্রকাশ্যে আনার জন্য আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদিও আবাসনে টাঙানো ব্যানারে নিজের এবং স্বামীর নাম প্রকাশ্যে আনেননি। ওই আইনজীবীর দাবি, এই ব্যানার জি’র গোপনীয়তা খ্যাতি এবং ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন।


                                    
