জেলে থেকে আমন্ত্রিত জীবনকৃষ্ণ সাহা। আমন্ত্রণ থেকে বঞ্চিত স্থানীয় বিজেপি বিধায়ক। জেলে থাকলেও রাজ্য সরকারের অনুষ্ঠানে অতিথি হিসেবে নাম জ্বলজ্বল করছে জীবনকৃষ্ণের। পশ্চিমবঙ্গ সরকারের এস্টেটের অনুষ্ঠানে আমন্ত্রিত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পশ্চিমবঙ্গ সরকারের এস্টেট ম্যানেজারের করণের পক্ষ ১১ সেপ্টেম্বর বেড়া উৎসবের আয়োজন করা হয় মুর্শিদাবাদ শহরে ওয়াসেফ মঞ্জিলে।
আরও পড়ুনঃ ফলে গেল শুভেন্দুর ভবিষ্যদ্বাণী; উল্লাস বিজেপির, ঘাসফুল ধরাশায়ী, ফলাফল ১২-০
প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মলয় ঘটক ভারপ্রাপ্ত মন্ত্রী আইন ও বিচার বিভাগ। এছাড়া রয়েছেন তালিকায় জেলার বিভিন্ন সংসদ ও বিধায়কদের নাম। এছাড়াও থাকবেন জেলা পরিষদের সভাধিপতি জেলা পুলিশ সুপার ও জেলাশাসক। জেলে থেকে আমন্ত্রণ পেলেন জীবনকৃষ্ণ অথচ যেই বিধানসভা এলাকায় অনুষ্ঠানে সেই এলাকার বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ আমন্ত্রিত নন। অনুষ্ঠানটি মুর্শিদাবাদ বিধানসভার সেই এলাকার বিধায় গৌরী শঙ্কর ঘোষ এ ছাড়াও সেই তালিকায় নাম নেই বহরমপুরের বিজেপি বিধায়কের নাম।
আরও পড়ুনঃ শুরু রাজনৈতিক তরজা! কমেছে বরাদ্দ, অঙ্গনওয়ারি কেন্দ্রের ঝুড়িতে সবজি দিয়ে যাচ্ছেন প্রসূতি মায়েরাই!
এদিকে, আবার নিয়োগ দুর্নীতিতে যে ১৮০৬ জন ‘দাগী’ প্রার্থীর তালিকা শনিবার রাতে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে, তার মধ্যে বেশ কিছু প্রার্থীর কাছ থেকেই জীবনকৃষ্ণ সাহা টাকা নিয়েছিলেন বলে রবিবার দাবি করেছেন ইডির তদন্তকারীরা। জীবনের ঘনিষ্ঠ দুই ভাইয়ের নামও সামনে এসেছে, যাঁরা একজন ভূগোলের শিক্ষক, একজন অঙ্কের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। জীবনকৃষ্ণের সঙ্গে তাঁদের ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।