Tuesday, 4 November, 2025
4 November
Homeআন্তর্জাতিক নিউজNarendra Modi: লাল পতাকার রাষ্ট্রীয় গাড়ি! কমিউনিস্ট নেতাদের জন্য তৈরি গাড়িতে চড়লেন...

Narendra Modi: লাল পতাকার রাষ্ট্রীয় গাড়ি! কমিউনিস্ট নেতাদের জন্য তৈরি গাড়িতে চড়লেন মোদী

শুধু চিনা শাসকেরাই নন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্যও এই বিশেষ গাড়ির ব্যবস্থা থাকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চিনের রাস্তায় লাল পতাকার গাড়ি। নাম ‘হংকি’। ম্যান্ডারিনে যার অর্থই হল, লাল পতাকা । চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর রাষ্ট্রীয় গাড়ি এটি। আর সেই হংকি লিমুজিনেই চড়ে চিন সফরে সঙ্ঘাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু চিনা শাসকেরাই নন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্যও এই বিশেষ গাড়ির ব্যবস্থা থাকে। ২০১৯ সালে মহাবলিপুরমে মোদীর সঙ্গে বৈঠকে শি জিনপিংও হংকি এল৫-এ চড়েই এসেছিলেন।

রাষ্ট্রায়ত্ত ফার্স্ট অটোমোবাইল ওয়ার্কস গ্রুপের তৈরি হংকি হল চিনের প্রাচীনতম যাত্রীবাহী গাড়ির ব্র্যান্ড। ১৯৫৮ সালে শুরু হওয়া এই সংস্থার গাড়ি প্রথমে তৈরি হয়েছিল একেবারেই কমিউনিস্ট পার্টির নেতৃত্বের জন্য। পরে ১৯৮১ সালে বন্ধ হয়ে যায় উৎপাদন। কিন্তু ১৯৯০-এর দশকের মাঝামাঝি ফের ফিরে আসে হংকি। আজ তার সবচেয়ে পরিচিত মডেল হল এল৫ লিমুজিন।

আরও পড়ুনঃ লজ্জা, SCO Summit-এ ‘হাসির পাত্র’ পাকিস্তান! অনেকে নির্লজ্জ বলেও খোঁটা পাকিস্তানকে

হংকি এল৫-এ রয়েছে ৬.০ লিটার ভি১২ ইঞ্জিন, যা ৪০০-র বেশি হর্সপাওয়ার উৎপাদন করে। ঘণ্টায় ১০০ কিমি গতিতে পৌঁছতে সময় লাগে মাত্র ৮.৫ সেকেন্ড। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২১০ কিমি। দৈর্ঘ্যে সাড়ে পাঁচ মিটার, ওজন তিন টনেরও বেশি।

আরও পড়ুনঃ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ৬১০, আহত বহু! চলছে জীবিতদের খোঁজ ধ্বংসস্তূপ সরিয়ে

গাড়ির ভিতরে রয়েছে প্রশস্ত আসন, চামড়ার আসবাব, কাঠের ফিনিশিং, এমনকি সাংস্কৃতিক ছোঁয়া দিতে জেড পাথরের ইনলে। পেছনের আসনে রয়েছে মাসাজ, হিটিং, ভেন্টিলেশন এবং বিনোদনের জন্য আলাদা স্ক্রিন। নিরাপত্তার জন্য আছে অল-হুইল ড্রাইভ, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, পার্কিং সেন্সর এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা।

মূল্য? প্রায় ৫ মিলিয়ন ইয়েন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা। যা একে চিনের সবচেয়ে দামি প্রোডাকশন গাড়ির মর্যাদা দিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন