Sunday, 14 September, 2025
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
14 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeখেলাMitchell Starc: বড় সিদ্ধান্ত মিচেল স্টার্কের, দেশের জার্সিতে আর খেলবেন না

Mitchell Starc: বড় সিদ্ধান্ত মিচেল স্টার্কের, দেশের জার্সিতে আর খেলবেন না

টি-টোয়েন্টি ফর্ম্যাটে আর দেশের জার্সিতে খেলবেন না মিচেল স্টার্ক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরের বছর অর্থাৎ ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ। সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছেই। ধকল নিতে পারছেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক! হয়তো তেমনই। যে কারণে ওয়ার্কলোড কিছুটা কমাচ্ছেন। আর সে কারণেই বড় সিদ্ধান্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আর দেশের জার্সিতে খেলবেন না মিচেল স্টার্ক। তাঁর ফোকাসে টেস্ট ক্রিকেট এবং ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ।

বিশ্ব ক্রিকেটে তাঁর মতো পেসার হাতে গোনাই রয়েছেন। ৩৫ বছরের মিচেল স্টার্ক ৬৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় অর্থাৎ ২০২১ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন টিমেরও সদস্য। ২০২৪ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। সে বছর চ্যাম্পিয়ন হয় ভারত। কুড়ি-বিশের ফর্ম্যাটে দেশের জার্সিতে ৬৫ ম্যাচে ৭৯ উইকেট নিয়েছেন স্টার্ক। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। দেশের জার্সিতে সেরা পরিসংখ্যান এটিই।

আরও পড়ুনঃ ভয়ংকর ভূমিধসের কবলে আফ্রিকার সুদান; অন্তত ১ হাজার মানুষের মৃত্যু, মাত্র একজন ব্যক্তি কপালজোরে বেঁচে

দেশের জার্সিতে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে দেখা যাবে তাঁকে। তবে স্টার্কের ফোকাস মূলত ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। এর আগে ২০২৩ সালে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তাদের কাছে খেতাব ধরে রাখাই চ্যালেঞ্জ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে মিচেল স্টার্ক বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেট। টি-টোয়েন্টিতে প্রতিটা মিনিট উপভোগ করেছি। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিও। খুবই ভালো লেগেছিল।’

আরও পড়ুনঃ চাঁদ উঠেছিল গগনে! দম্পতির প্রথম ভ্রমণ মধুচন্দ্রিমা, মধু-চাঁদে কীভাবে মিলেমিশে গেল সম্পর্কের রসায়ন?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্যতম সফল পেসার স্টার্ক। পরপর দু-বার খেতাবও জিতেছিল। গত বারের ফাইনালে প্রোটিয়াদের কাছে হার। সামনে প্রচুর টেস্ট ক্রিকেট রয়েছে। স্টার্ক আরও যোগ করেন, ‘ভারতের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে। এ ছাড়াও অ্যাসেজ, ওয়ান ডে বিশ্বকাপ। সে কারণেই আমার মনে হয়েছে তরতাজা এবং ফিট থাকার জন্য একটা ফর্ম্যাটকে বিদায় জানানো জরুরি। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন বোলিং গ্রুপও প্রস্তুত হতে পারবে।’

সামনেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ ছাড়াও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে। ওডিআই-তে দেখা যাবে স্টার্ককে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ স্টার্ক-হীন।

এই মুহূর্তে

আরও পড়ুন