ভারত সহ বিশ্বের প্রায় সব দেশের উপরে চড়া শুল্ক বোঝা চাপিয়ে গোটা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছেন তিনি৷ বদলে দিয়েছেন কূটনৈতিক সম্পর্কের হিসেব নিকেশও৷ তার পর গত কয়েক দিন ধরেই হঠাৎ জনসমক্ষ থেকে উধাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এমন কি ট্রাম্পের স্বাস্থ্য তো বটেই, মার্কিন প্রেসিডেন্টের মৃত্যু জল্পনাতেও তোলপাড় হয়েছে বিশ্ব৷
আরও পড়ুনঃ এ কী কাণ্ড! কলকাতার বেহালায় খোঁজ মিলল বাংলাদেশির
এই পরিস্থিতিতে আজ রাতেই নাকি ফের হোয়াইট হাউজ থেকে বড় কোনও বার্তা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউজ থেকে এই খবর জানানোর পরই গোটা বিশ্ব জুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে৷ ট্রাম্প বড় কোন ঘোষণা করতে পারেন, তারই আগাম অনুমান চলছে বিশ্ব জুড়ে৷ সেই জল্পনায় এমনও দাবি করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট নাকি আজ রাতেই পদত্যাগ ঘোষণা করতে পারেন৷ ট্রাম্পের পদত্যাগের সম্ভাবনার উপরে জোর দিচ্ছেন যাঁরা, নিজেদের যুক্তির স্বপক্ষে ট্রাম্পের ভঙ্গুর স্বাস্থ্যের যুক্তি দিচ্ছেন তাঁরা৷
গত ২৫ অগাস্ট শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ মার্কিন সরকারের সেই ক্যাবিনেট বৈঠকে ট্রাম্পের হাতে আঘাতের ছবিও ধরা পড়ে৷ হোয়াইট হাউজের প্রেস সচিব অবশ্য জল্পনা কাটাতে দাবি করেন, সারাদিন অসংখ্য মানুষের সঙ্গে করমর্দন করতে গিয়েই হাতে সামান্য সমস্যা অনুভব করছেন আমেরিকার প্রেসিডেন্ট৷ যদিও হোয়াইট হাউজের এই তত্ত্ব কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল৷
আরও পড়ুনঃ মঙ্গলে ফের অমঙ্গল, আবার আফগানিস্তানে ৫.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
ওই দিনের পর থেকেই জনসমক্ষে আর দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে৷ আর তাঁর এই আচমকা অজ্ঞাতবাসের কারণে ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা কেমন তা নিয়ে জল্পনা ছড়ায়৷ এমন কি সমাজমাধ্যমে ট্রাম্পের মৃত্যু নিয়েও চর্চা শুরু হয়ে যায়৷ ট্রেন্ডিং হয় ট্রাম্প ইজ ডেড হ্যাাশট্যাগ৷ গত ৩০ অগাস্ট ভার্জিনিয়ার গল্ফ কোর্সে অবশ্য ট্রাম্পকে একবার দেখা গিয়েছে বলে খবর৷ যদিও ট্রাম্পের নিন্দুকদের একাংশের দাবি, ট্রাম্পের মৃত্যু সম্ভাবনার গুজবে ইতি টানতেই মার্কিন প্রেসিডেন্টের মতো দেখতে কাউকে নাকি ইচ্ছাকৃত ভাবেই সামনে আনা হয়েছে৷