Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশPM Modi: কথা রাখলেন প্রধানমন্ত্রী মোদী, 'এই সিদ্ধান্ত কৃষক, আমজনতার জন্য', নতুন...

PM Modi: কথা রাখলেন প্রধানমন্ত্রী মোদী, ‘এই সিদ্ধান্ত কৃষক, আমজনতার জন্য’, নতুন জিএসটি-র ঘোষণাকে স্বাগত জানিয়ে বললেন মোদী

জিএসটি কাউন্সিলের তরফে জিএসটির স্ল্যাবে পরিবর্তনের ঘোষণা করতেই এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

১০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিরাট স্বস্তিতে দেশবাসী। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এই পদক্ষেপে উপকৃত হবেন কৃষক, ক্ষুদ্র-মাঝারি শিল্প, মধ্যবিত্ত, মহিলা এবং যুব সমাজ।

২২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন দুই স্তরের জিএসটি ব্যবস্থা। বুধবার একে ‘নেক্সট-জেনারেশন রিফর্ম’ বলে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন – স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটির পরবর্তী প্রজন্মের সংস্কারের কথা বলেছিলেন। কেন্দ্র বিস্তারিত প্রস্তাব তৈরি করে জিএসটি কাউন্সিলে পাঠায়। সেই প্রস্তাবেই যুক্ত হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিত এই সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। মোদীর কথায়, এই সংস্কার সাধারণ মানুষের জীবন সহজ করবে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি, পুজোর আগে একধাক্কায় অনেক কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এবার থেকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ হারে জিএসটি থাকছে না। ৫ শতাংশ, ১৮ শতাংশ ও ৪০ শতাংশ হারে জিএসটি স্ল্যাব থাকছে। নতুন এই জিএসটিকে বলা হচ্ছে, ‘নেক্সট জেন জিএসটি রিফর্ম’।

তবে বিলাসবহুল কিছু পণ্যের জন্য থাকছে বিশেষ উচ্চ হার। যেমন দামি গাড়ি, তামাক ও সিগারেটের ক্ষেত্রে ৪০ শতাংশ কর ধার্য করা হবে। এই নতুন হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর, নবরাত্রির প্রথম দিন থেকে।

অর্থমন্ত্রীর কথায়, সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় প্রতিটি কর খতিয়ে দেখা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে কর কমানো হয়েছে। এর ফলে কৃষক, শ্রমনির্ভর শিল্প ও স্বাস্থ্যখাত প্রত্যক্ষভাবে উপকৃত হবে।

পুজোর আগে জিএসটি স্ল্যাবে পরিবর্তন হওয়ায় মধ্যবিত্তদের সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। তবে জিএসটি-র নতুন হার আনার পিছনে আমেরিকার নতুন শুল্কনীতিকেও দায়ী করছেন ওয়াকিবহাল মহলের একাংশের।

আরও পড়ুনঃ জিএসটি কমায় ‘জয়’ ঘোষণা তৃণমূলের, কেন্দ্রকে কটাক্ষ

মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট ন্যুডলস, পিৎজা ব্রেড, চর্মজাত দ্রব্য, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ক্লিনিক্যাল ডায়াপার, মেডিক্যাল অক্সিজেন, ৩২ ইঞ্চির বড় টিভি, ডিশ ওয়াশার, জৈব কীটনাশক, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেনসিল, এসি, মার্বেল পাথর, গ্রানাইট পাথর। এছাড়া ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহণের জন্য ব্যবহৃত গাড়ি, ৩ চাকার গাড়ি, ৩৫০ সিসির নীচের বাইকের দাম কমছে।

স্বাস্থ্যবিমা ও জীবন বিমা থেকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নিল কেন্দ্র। এছাড়া যেসব জিনিসে ৫ শতাংশ জিএসটি ছিল তারমধ্যে বহু জিনিসের জিএসটি শূন্য করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধ এবং পাউরুটি। রুটি-পরোটা, পনিরের উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি।

 

এই মুহূর্তে

আরও পড়ুন