Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গTMC: প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম

TMC: প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম

গত জুলাই মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডোমকলের তৃণমূল বিধায়ক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রয়াত তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। প্রায় মাস খানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন জাফিকুল।

আরও পড়ুনঃ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা বাঁকুড়া মেডিক্যাল কলেজের রান্নাঘরে হানা, খাবারের মান নিয়ে ক্ষোভ

গত জুলাই মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডোমকলের তৃণমূল বিধায়ক। প্রথমে মুর্শিদাবাদে চিকিৎসা করা হয়, পরে কলকাতায় আনা হয় তাঁকে। পুলিশ গ্রিন করিডর করে এনে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেই সময় তাঁর রক্তবমি হয়েছিল। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল। জ্ঞানও হারাচ্ছিলেন তিনি।

২০২৩-এ মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় চলে এই তল্লাশি। সেখান থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ টাকা। বিধায়কের বাড়িতে প্রায় ১১ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তবে বিধায়ক বারবার বলেছিলেন, তিনি দুর্নীতির সঙ্গে কোনওভাবেই যুক্ত নন।

আরও পড়ুনঃ প্রচণ্ড গন্ধ, অতিষ্ঠ এলাকাবাসী! নিজেরাই গন্ধের উৎস সন্ধানে লেগে পড়েন; ভয়ঙ্করকাণ্ড বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠে

তবে জাফিকুলের রাজনৈতিক কেরিয়ার খুব বেশিদিনের নয়। প্রথমে পুরভোটে জয়ী হয়ে ডোমকলের কাউন্সিলর হন তিনি। সেই সময় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হলে পুরপ্রধান হন এই জাফিকুল। পরে বিধায়ক হন। শোনা যায়, একসময় একটি গাড়ি কিনে চালাতেন জাফিকুল। পরে ব্যবসা বাড়াতে ওড়িশায় চলে যান। এরপর থেকেই নাকি প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে তাঁর।

এই মুহূর্তে

আরও পড়ুন