Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গFarakka: খোদ পুলিশকে লক্ষ্য করেই বোমাবাজির ঘটনা! আহত তিন পুলিশকর্মী

Farakka: খোদ পুলিশকে লক্ষ্য করেই বোমাবাজির ঘটনা! আহত তিন পুলিশকর্মী

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পুলিশের গাড়ি ঘিরে বোমাবাজি। মুর্শিদাবাদ জেলায় বারবার বোমাবাজির ঘটনা সামনে এসেছে। আর এবার খোদ পুলিশকে লক্ষ্য করেই ছোড়া হল বোমা! ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার। তিন পুলিশকর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মেখলিগঞ্জের ১৫ জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার! কড়া নির্দেশ হাইকোর্টের

ফরাক্কার ঘটনা। স্থানীয় দুই প্রতিবেশীর মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সেই খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। অভিযোগ, যে পুলিশ নিরাপত্তা দিতে গিয়েছিল, তাদের লক্ষ্য করেই শুরু হয় ব্যাপক বোমাবাজি।

বোমার আঘাতে আহত হন তিন পুলিশকর্মী। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। গোটা এলাকায় এখনও বোমাবাজির চিহ্ন বর্তমান। ঘটনার জেরে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রথমে দু’জনকে ও পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। ফরাক্কা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশ। কোথা থেকে ওই বোমা এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ মাত্রাতিরিক্ত কাজের চাপ, কাজ না করলেই মিলছে ‘থ্রেট’! বিক্ষোভে কমিউনিটি হেলথ অফিসাররা

প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তায় যারা, তারাই আক্রান্ত। মানুষ আসলে বিচার পাচ্ছে না। তাই এই অবস্থা হচ্ছে। এগুলো বন্ধ না হলে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে, সেনা নামানোর প্রয়োজনও হতে পারে।”

এই মুহূর্তে

আরও পড়ুন