Tuesday, 4 November, 2025
4 November
Homeদক্ষিণবঙ্গPanihati Robbery: পানিহাটিতে শোরগোল! সোনার গহনা লুট করল দোকানেরই মালিক

Panihati Robbery: পানিহাটিতে শোরগোল! সোনার গহনা লুট করল দোকানেরই মালিক

একদল দুুষ্কৃতী মহেন্দ্রনগরের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোনা গহনা চুরি করছেন সোনার দোকানেরই মালিক? পানিহাটিতে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশের জালে এখনও পর্যন্ত পাকড়াও ১ দুষ্কৃতী-সহ ওই মালিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ই অগস্ট পানিহাটি পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডে মহেন্দ্রনগর এলাকায় মদ্যপানের প্রতিবাদ করায় বেশ কয়েকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় কিছু দুষ্কৃতী। চুরি যায় বহু মূল্যবান সোনার গহনা। ভেঙে দেওয়া হয় বাড়ির অন্য়ান্য় সামগ্রী। এরপরই থানায় দ্বারস্থ হন স্থানীয়রা।

আরও পড়ুনঃ খোদ পুলিশকে লক্ষ্য করেই বোমাবাজির ঘটনা! আহত তিন পুলিশকর্মী

তড়িঘড়ি তদন্তে নামে ঘোলা থানার পুলিশের একটি দল। দিন কয়েকের মধ্যেই গ্রেফতার করা হয় রাম সমাদ্দার নামে এক অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ওই রাম সমাদ্দার সেদিনের লুটপাটের মূল চক্রী। তার নেতৃত্বেই একদল দুুষ্কৃতী মহেন্দ্রনগরের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছিল। তবে রাম একা নন। এই হামলার পিছনে যে আরও একটা মাথা রয়েছে, তা আগেই ঠাওর করে পুলিশ। চলে জেরা। রামের বেরিয়ে আসে আরেক অভিযুক্তের নাম। তাপস দাস।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মেখলিগঞ্জের ১৫ জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার! কড়া নির্দেশ হাইকোর্টের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সোনা ব্যবসায়ী বলেই পরিচিত তাপস। তবে কি ৬ই অগস্ট চুরি যাওয়া গহনাগুলি তাপসের কাছে বিক্রি করেছিল রাম? সন্দেহ তৈরি হয় পুলিশের মনে। তড়িঘড়ি অভিযানে নামে তারা। চলে যায় তাপসের সোনার দোকানে। সেখানেই মিলে যায় চুরি যাওয়া সোনার গহনাগুলি। তারপর সেই ভিত্তিতেই শুক্রবার তাপসকে গ্রেফতার হয়েছে। রামের বয়ান ধরেই সোনার দোকানের মালিকের হদিশ পেয়েছে পুলিশ। আপাতত এই দুই অভিযুক্তকে ছয় দিনের হেফাজত চেয়ে ব্য়ারাপুর আদালতে পাঠানো হবে বলেই জানা গিয়েছে। খোঁজ চলছে আরও দুই অভিযুক্তের।

এই মুহূর্তে

আরও পড়ুন