কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
শিলিগুড়ি সংলগ্ন কদমতলা এলাকার একটি বহুতল আবাসনের নীচ থেকে উদ্ধার হল এক ছাত্রীর দেহ। এদিন সকালে স্থানীয়রা লক্ষ্য করেন স্কুল ড্রেস পরা অবস্থায় এক ছাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আবাসনের নীচে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছাত্রীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।
আরও পড়ুনঃ ফিরবে নস্ট্যালজিয়া? হঠাৎ ২০১৪ সালে বন্ধ হওয়া ফিচারকে ফেরাচ্ছে ফেসবুক
জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম সরলা থাকচন। তাঁর বাবা কদমতলা বিএসএফে কর্মরত। কদমতলা বিএসএফ আবাসনের বাসিন্দা এই ছাত্রী নবম শ্রেণীতে পড়ত কদমতলা বিএসএফ স্কুলে। এদিন সকালে সরলা স্কুলে না গিয়ে স্কুল পোশাকে সোজা চলে যায় কদমতলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি বহুতল আবাসনে।
আরও পড়ুনঃ গভীর সংকটে চা শিল্প! পড়ে গেল চায়ের দাম
আবাসনের ছাদে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে অনুমান পুলিশের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এদিন সে একাই ঢুকেছিল আবাসনে। ঘটনাস্থলে পৌছে পুলিশ ছাদের উপর থেকে চারটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।