৯ বছর পর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি নিয়োগ পরীক্ষা। সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে চাকরিপ্রার্থীদের। সেই উপলক্ষে শহর কলকাতাকে সচল রাখতে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর এবং মেট্রো কর্তৃপক্ষ।
সাধারণত রবিবারে অনেক রুটে পরিবহণ পরিষেবা সীমিত থাকে। তবে পরীক্ষার্থীদের যাতায়াতের কথা মাথায় রেখে আগামিকাল সকাল থেকেই রাস্তায় চলবে অতিরিক্ত বাস। অন্যদিকে, মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে, একথা আগেই জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার সকাল থেকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
মূলত শহিদ ক্ষুদিরাম স্টেশনে নতুন লুপ লাইন বা টার্ন আউট লাইন বসানোর কাজের জন্যই রবিবার বিকেল পর্যন্ত ওই অংশে মেট্রো বন্ধ রাখার কথা ছিল। গত সপ্তাহেও একই কারণে পরিষেবা আংশিকভাবে বন্ধ ছিল। কিন্তু হঠাৎই মেট্রো কর্তৃপক্ষ জানাল, এই রবিবার কাজ বন্ধ রাখা হবে। যদিও কাজ থামিয়ে দেওয়ার সঠিক কারণ জানানো হয়নি। রবিবার সকাল ৯টা থেকেই শুরু হবে মেট্রোর চলাচল। রবিবার মোট ১৩০টি মেট্রো চলবে ব্লু লাইনে। আট মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে।
আরও পড়ুনঃ বিরাট ওয়্যারহাউজ লিজ়! ৪৩০ কোটি টাকা…! হুগলির বুকে Amazon-র ‘বিপ্লব’
অন্যদিকে, গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকলেও, পরীক্ষার দিনে সেখানে বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত হয়েছে। সকাল থেকে শুরু করে দিনভর চলবে মেট্রো, তবে সেখানে ১৫ মিনিট অন্তর ট্রেন নামানো হবে। মোট ১০৪টি মেট্রো চালানোর পরিকল্পনা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
রাজ্যের পরিবহণ দফতর জানিয়েছে, পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক বাস রাস্তায় নামানো হবে। নিরাপত্তা ও যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগেরও পরিকল্পনা রয়েছে।