Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজLondon: 'এভাবে জল নোংরা করবেন না', লন্ডনের টেমস নদীতে গণেশ মূর্তি বিসর্জন

London: ‘এভাবে জল নোংরা করবেন না’, লন্ডনের টেমস নদীতে গণেশ মূর্তি বিসর্জন

একজন লিখেছেন, "আপনারা ভারতের জল আগেই নষ্ট করেছেন, এখন আন্তর্জাতিক জল নষ্ট করবেন না।"

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এখন সোশ্যাল মিডিয়া খুললেই গণেশ বিসর্জনের প্রচুর ভিডিও সামনে আসছে। তারই মধ্যে একটি হল যুক্তরাজ্যের লন্ডনে টেমস নদীতে ভারতীয় বংশোদ্ভূত ভক্তদের গণেশ বিসর্জন দিতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদল মানুষ সাংস্কৃতিক এই অভিব্যক্তিটির প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ বিরাট ওয়্যারহাউজ লিজ়! ৪৩০ কোটি টাকা…! হুগলির বুকে Amazon-র ‘বিপ্লব’

ভাইরাল হওয়া ভিডিওটিতে ভক্তদের ঐতিহ্যবাহী পোশাকে গণেশ মূর্তি নদীতে বিসর্জন দিতে দেখা যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি ১৬ লক্ষেরও বেশি দর্শক দেখেছেন।

একজন ব্যবহারকারী এই সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করে লিখেছেন, “এটা সংস্কৃতির এক সুন্দর প্রকাশ। বিদেশও বাড়ির মতো মনে হচ্ছে।”

অন্যদিকে, কিছু ব্যবহারকারী জল দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “আপনারা ভারতের জল আগেই নষ্ট করেছেন, এখন আন্তর্জাতিক জল নষ্ট করবেন না। বরং প্রতিমাটি একটি টবের মধ্যে রেখে পৃথিবীকে রক্ষা করুন। এটা লক্ষ লক্ষ টাকার চেয়েও মূল্যবান।”

আরও পড়ুনঃ আজ আকাশপ্রেমীদের জন্য বিশেষ মুহূর্ত; সাক্ষী থাকতে পারেন আপনিও!

আরেকজন মন্তব্য করেছেন, “গণপতি বিসর্জনের জন্য এটি ভুল জায়গা। অন্তত প্লাস্টিক এবং থার্মোকলের অলংকারগুলো সরিয়ে ফেলুন। ওই রঙগুলো বিষাক্ত।” যদিও একজন ব্যবহারকারী স্পষ্ট করে বলেন যে, প্রতিমাটি মাটি দিয়ে তৈরি ছিল। তিনি প্রশ্ন তোলেন, “কেন মানুষজন এতে বিরক্ত হচ্ছেন?”

এই মুহূর্তে

আরও পড়ুন