Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাDurga Puja 2025: সময় বাঁচাতে বিমানেই মালয়েশিয়া যাত্রা কুমোরটুলির মায়ের

Durga Puja 2025: সময় বাঁচাতে বিমানেই মালয়েশিয়া যাত্রা কুমোরটুলির মায়ের

সময় বাঁচাতে তাই সোমবারই বিমানে মালয়েশিয়া রওনা দেবে কুমোরটুলির উমা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সময় বড় কম, হাতে আর মাত্র সপ্তাহ দুয়েক। আসছে আগমনি। সময় বাঁচাতে তাই সোমবারই বিমানে মালয়েশিয়া রওনা দেবে কুমোরটুলির উমা। কলকাতার স্বনামধন্য মৃৎশিল্পী মিন্টু পালের তৈরি দশভুজা আকাশপথে পাড়ি দিচ্ছে বিদেশে। এই প্রথম মালয়েশিয়া থেকে প্রতিমা গড়ার বরাত পেয়েছেন বলে জানাচ্ছেন শিল্পী। সেইমতো তৈরি হয়েছে ৬ ফুটের ফাইবারের প্রতিমা। বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে। সোমবারই বিমানের চড়ে মালয়েশিয়া যাবে সেই প্রতিমা।

আরও পড়ুনঃ কৌতূহল আদি-অনন্তকালের! কিছুক্ষণ পরেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বিদেশে দুর্গাপুজোর সংখ্যা ক্রমশ বাড়ছে। আমেরিকা, নিউইয়র্ক, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া – এই সব দেশে বহুকাল ধরে পুজো হয়ে আসছে। কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যান প্রবাসী বাঙালিরা। এখন মধ্যপ্রাচ্যের দুবাই, শারজা, আবু ধাবিতেও ধুমধাম করে পুজো হচ্ছে। এবার কুমোরটুলির প্রতিমা যাচ্ছে মালয়েশিয়ায়। মৃৎশিল্পী মিন্টু পাল বলছেন, ”এত বছর ধরে বিদেশে প্রতিমা পাঠাচ্ছি। কখনও মালয়েশিয়া থেকে প্রতিমার অর্ডার পাইনি। এই প্রথম মালয়েশিয়ার অর্ডার পেয়েছি। ৬ ফুটের ফাইবারের প্রতিমা যাচ্ছে বিদেশে।কাল (সোমবার) মালয়েশিয়া পাড়ি দেবে এই প্রতিমা। প্রতি বছরই কুমোরটুলি থেকে দেড়শোর মতো প্রতিমা বিদেশে পাড়ি দিচ্ছে।”

আরও পড়ুনঃ চূড়ান্ত হুঁশিয়ারি! অবলুপ্ত হবে সেক্টর ফাইভের চাকরি ২০৩০ সালের মধ্যে

গত আগস্ট মাসে দুবাই গিয়ে প্রতিমা সাজিয়ে এসেছেন শিল্পী মিন্টু পাল। তিনি বলেন, এখন দুবাই, শারজা, আবু ধাবি, কাতারের মতো দেশে দুর্গাপুজো হচ্ছে। দুবাইয়ে অন্তত পাঁচটি পুজো হয়। শিল্পী প্রশান্ত পালের এবার বিদেশের প্রতিমার অর্ডার একটু কম ছিল। গত বছর তাঁর ২০টি প্রতিমা বিদেশ গিয়েছিল। এবার সেই সংখ্যা মাত্র আটটি। শিল্পীর দাবি, পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যে কারণে বিদেশের অনেক অর্ডার আসেনি। এবারে আমেরিকায় বেশি প্রতিমা গিয়েছে। সেক্ষেত্রে লন্ডন, ইটালি, স্পেন থেকে এবার প্রতিমার অর্ডার ছিল না। তবে এবছরও দুবাই, আবু ধাবিতে তাঁর প্রতিমা গিয়েছে। তিনি জানিয়েছেন, কুমোরটুলি থেকে মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে প্রতি বছরই এক থেকে দু’টি করে প্রতিমা যায়।

এই মুহূর্তে

আরও পড়ুন