শেষ আপডেট:০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৬
ভারতের সব প্রান্ত থেকে দেখা যাচ্ছে গ্রহণ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২
কিছুক্ষণেই আংশিক গ্রহণ শুরু, একটু একটু করে ঢাকা পড়বে চাঁদের একাংশ
খাতায়কলমে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে বটে। তবে এখনও তা বোঝার উপায় নেই। রাত ৯টা ৫৭ মিনিটের পর থেকে ক্রমে আংশিক গ্রহণ শুরু হবে। তখন থেকে গ্রহণ আরও ভাল করে দৃশ্যমান হবে।
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০
শুরু হল গ্রহণ
ভারতীয় সময় ৮টা ৫৮ মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের প্রাথমিক বা পেনাম্ব্রাল পর্যায়। ৯টা ৫৭ মিনিটে চাঁদের আংশিক গ্রহণ শুরু হবে। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠবে চাঁদের রং। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টায়। ১১টা ৪২ মিনিটের পর থেকে তা সব থেকে বেশি দৃশ্যমান হবে।
০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫
কী ভাবে দেখতে হবে?
চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কোনও বিশেষ চশমার প্রয়োজন হয় না। খালি চোখেই তা দেখা যায়। সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের সমস্যা হয়। কিন্তু চাঁদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে চাঁদে পড়ে। সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছোয় বলেই আমরা চাঁদকে দেখতে পাই। তাই চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে চোখের কোনও সুরক্ষার প্রয়োজন নেই। রবিবার রাতে কোনও অন্ধকার জায়গায় দাঁড়িয়ে খালি চোখে আকাশে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। গ্রহণের শুরুতে চাঁদের রং থাকবে ফ্যাকাশে।
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৩
কখন শুরু?
গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট (ইউটিসি) অনুযায়ী ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ৫৮ মিনিটে। ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিট। এর মাঝের সময়ে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত, প্রায় ৮২ মিনিট সময় ধরে!
গোটা গ্রহণের প্রক্রিয়া চলবে প্রায় ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে! গত বহু বছরে এত দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়নি। বিজ্ঞানীদের মতে, এ বারের গ্রহণে নিখুঁত এক মহাজাগতিক সরলরেখায় থাকবে পৃথিবী, চাঁদ, সূর্য। সেটিই দীর্ঘ সময় ধরে গ্রহণ চলার অন্যতম কারণ। তা ছাড়া, চাঁদের কক্ষপথে যে বিন্দুটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে রয়েছে, রবিবার রাতে তার কাছাকাছি থাকবে চাঁদ। সে কারণে সে ধীরে ধীরে প্রদক্ষিণ করবে পৃথিবীকে। ফলে পৃথিবীর ছায়া অতিক্রম করতে তার তুলনামূলক ভাবে বেশি সময় লাগবে।