Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাKolkata Metro: সাতসকালে ফের বিভ্রাট; ব্যস্ত সময়ে আবার ভোগান্তির মুখে মেট্রোযাত্রীরা

Kolkata Metro: সাতসকালে ফের বিভ্রাট; ব্যস্ত সময়ে আবার ভোগান্তির মুখে মেট্রোযাত্রীরা

টালিগঞ্জে নামিয়ে দেওয়া হয়েছে সকল যাত্রীকে। ব্যস্ত সময়ে আবার ভোগান্তির মুখে মেট্রোযাত্রীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাতসকালে ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাওয়ার পথে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশনের পর আর মেট্রো চলছে না। টালিগঞ্জে নামিয়ে দেওয়া হয়েছে সকল যাত্রীকে। ফলে সপ্তাহের প্রথম দিনে ব্যস্ত সময়ে আবার ভোগান্তির মুখে মেট্রোযাত্রীরা।

আরও পড়ুনঃ সাতসকালে ইডির হানা; এই প্রথম বালি পাচারের তদন্তে ED, ঝাড়গ্রাম ও বেহালায় জোর তল্লাশি

মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে, কবি নজরুল স্টেশনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে গিয়েছে। ফলে মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর এই মুহূর্তে আর মেট্রো পরিষেবা সচল রাখা সম্ভব হচ্ছে না। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে। সোমবার সকাল ৮টা ৪৮ মিনিটে টালিগঞ্জ স্টেশনে প্রথম এই ঘোষণা করা হয়। একই ভাবে দক্ষিণেশ্বরের দিকের মেট্রোও ছাড়ছে টালিগঞ্জ থেকে। শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা বন্ধ। বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার থেকেও তা জানিয়ে দেওয়া হচ্ছে।

লাইনে গোলমাল থাকায় টালিগঞ্জ পর্যন্ত পরিষেবাতেও ব্যাঘাত ঘটছে বলে দাবি যাত্রীদের। অনেকেই বলছেন, স্টেশনে দীর্ঘ ক্ষণ মেট্রো দাঁড়িয়ে রয়েছে। ময়দানে দাঁড়িয়ে থাকা একটি মেট্রোয় ঘোষণা হয়েছে, সিগন্যাল না থাকার কারণে সমস্যা হচ্ছে। অনেকেই হাল ছেড়ে দিয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা শুরু করেছেন।

আরও পড়ুনঃ একটা ট্রাক যেতেই বদলে যায় আরেক ট্রাকের নম্বর! বঙ্গে কোটি কোটি টাকার বালি পাচার

কলকাতা মেট্রোয় যাত্রীদুর্ভোগ লেগেই আছে। কবি সুভাষ স্টেশনে মেট্রোর পিলারে ফাটল দেখা যাওয়ার পর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। শহিদ ক্ষুদিরাম এখন প্রান্তিক স্টেশন। কিন্তু তাতেও সমস্যা মিটছে না। প্রায় প্রতিদিনই যাত্রীরা কিছু না কিছু অভিযোগ করছেন। ধর্মতলা থেকে শিয়ালদহ রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর ভিড়ের চাপ যেন আরও বেড়েছে। এই পরিস্থিতিতে পুজোয় কী হবে, এ ভাবেই মেট্রো পরিষেবা ব্যাহত হবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন মেট্রোযাত্রীদের অনেকেই।

এই মুহূর্তে

আরও পড়ুন