Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাBaguiati: ভরদুপুরে আচমকা বাগুইআটিতে সরকারি AC বাসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

Baguiati: ভরদুপুরে আচমকা বাগুইআটিতে সরকারি AC বাসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

রাজপথে দাউদাউ করে জ্বলছে সরকারি বাস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গোপাল চক্রবর্তী, কলকাতাঃ

রাজপথে দাউদাউ করে জ্বলছে সরকারি বাস। আচমকাই আগুন লেগে যায় ওই বাসে। যাত্রী না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। এ দিকে, বাসটিকে জ্বলতে দেখে দাঁড়িয়ে পড়ে বাকি সব গাড়ি। শুরু হয়ে যায় প্রবল হইচই।

আরও পড়ুনঃ খানাকুলে গ্রামবাসীদের ওপর ‘চড়াও’ তৃণমূলের বাহুবলী নেতা খোকন, এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটলেন

সোমবার ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বাগুইআটি জোড়ামন্দির এলাকায়। সেখানে সল্টলেক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সরকারি ওই এসি বাসটি। তবে গাড়িতে যাত্রীরা ছিলেন না। আচমকাই বাসটিতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে যায় গোটা বাস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ ভিউ মিলিয়ন মিলিয়ন, একাধিক যাত্রীর উপস্থিতিতে শরীরী মিলন! ট্রেন না ‘বেডরুম’?

এর আগে বিমানবন্দর এলাকায় SBSTC বারাসত-গড়িয়া রুটের চলন্ত বাসে আগুন লেগে গিয়েছিল। বাসটি কলকাতা মুখি লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং-এর সামনে আসতেই হঠাৎ করেই শর্ট-সার্কিট হয়ে যায়। মুহূর্তেই সেই আগুন কার্যত ছড়িয়ে পড়ে। সেই সময় বাসটির ভিতরে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিলেন। আগুন লাগার খবর জানতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা। নামিয়ে আনা হয়েছিল যাত্রীদেরও। সেই ঘটনায় পর আবারও সরকারি বাসে আগুন লাগার ঘটনা ঘটল।

এই মুহূর্তে

আরও পড়ুন