সোমেন দত্ত, কোচবিহারঃ
কড়া নিরাপত্তায় দিনহাটা আদালতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ২০১৮ সালের একটি খুনের মামলায় বুধবার ফের একবার হাজিরা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের সময় গীতালদহের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য আবু মিঞা খুন হন। সেই মামলায় নাম জড়ায় নিশীথের। মামলার হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে যান তিনি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
আরও পড়ুনঃ ‘ভারত শান্তি ও স্থিতিশীলতার পক্ষে’, নেপালের অস্থিরতা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
এদিন প্রাক্তন মন্ত্রীর দিনহাটা মহকুমা আদালতে হাজিরাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। এদিন আদালতে হাজিরা দিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন তাঁর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় গোটা দেশে এখনও কারও শাস্তি হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামীতে ৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে।
সম্প্রতি এই আদালতেই হাজিরা দিতে এসে তৃণমূলের আক্রমণের মুখে পড়েছেন নিশীথ । তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । আজ অবশ্য তৃণমূলের কাউকেই দেখা যায়নি আদালত চত্বরে।
আরও পড়ুনঃ দেশ জুড়ে জারি কার্ফু, নেপালের শাসনভার সেনার হাতে
গত ২১ অগস্ট এই মামলাতেই আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেবার তিনি বিক্ষোভের মুখে পড়েন। আদালত থেকে বেরনোর পথে তাঁর গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয় বলে অভিযোগ। দেখানো হয় কালো পতাকা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিশীথের অভিযোগ ছিল, তৃণমূলের কর্মীরাই এই ঘটনার পিছনে রয়েছে। এদিন তাই নিশীথ যখন হাজিরা দিতে এসেছিলেন, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর।