বুধবার জলপাইগুড়ির সভা থেকে বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা এ বছর ২০ টা চা বাগান খুলে দিয়েছি। বিশ্বকর্মা পুজো এর দিন ছুটি থাকবে পরিযায়ী শ্রমিক দের সন্মান জানানোর জন্য।’
আরও পড়ুনঃ ‘দুর্দিনে সঙ্গে আছি, দায়িত্ব ছাড়ি না’! নেপালের পরিস্থিতি দেখে তবেই কলকাতায় ফিরবেন মমতা
তিনি আরও বলেন, ‘শিক্ষকের পরীক্ষা হচ্ছে। গ্রুপ সি নোটিফিকেশন হয়েছে। ৩৫ হাজার নোটিফিকেশন করেছি। আরও ২১ হাজার রেডি আছে। আমরা আইন এর ভাষায় বলতে পারি সাথে আছি। আমরা যখন ই নিয়গ করি তখন ই কোর্ট এ চলে যাচ্ছ। কেন কোর্ট এ যাচ্ছ? ভোট এ যাও। বাংলা হার মানে না।’
আরও পড়ুনঃ ‘চিন্তা করবেন না, ফিরিয়ে আনব’, আশ্বাস মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাকে যত হিংসা করবে বাংলা ততো এগোবে। পিছনোর চেষ্টা করলে হবে না। ভোট এলে বলবে টাকা দেবে। আমিও বাংলায় ভাল থাকি, আপনিও একজন সাধারণ মানুষ। একজন অন্যায় করলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলবে এটা কিসের রাজনীতি? আমি এই রাজনীতি চাই না।’ আরও বলেন, ‘কিসের জন্য এতো আমাকে বদনাম নিতে হবে? আমি এই জায়গায় আছি বলে, আমার জায়গায় অন্য কেউ থাকলে লজ্জার চলে যেত। আমি না থাকলে লুঠরা লুঠ করবে। আপনারা কি চান বাংলা গুজরাট হয়ে যাক? যতদিন আছি জয় বাংলা বলব।’