Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাTrain Cancelled: প্রভাব নৈহাটি, ডানকুনি লাইনে; শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল

Train Cancelled: প্রভাব নৈহাটি, ডানকুনি লাইনে; শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল

এই রুটে ট্রেন বাতিল হলে সমস্যায় পড়তে পারেন বিপুল সংখ্যক যাত্রী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সদ্য চালু হওয়া এসি লোকাল ঘিরে যাত্রীদের উৎসাহের শেষ নেই। শিয়ালদহ শাখায় ওই ট্রেনগুলিতে প্রতিদিনই ভিড় বাড়ছে। এরই মধ্যে ট্রেন বাতিলের ঘোষণা করল রেল। বিশেষ মেরামতির কাজের জন্য বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন। বুধবারই এই ঘোষণা করা হয়েছে রেলের তরফে। প্রভাব পড়বে নৈহাটি ও ডানকুনি লাইনে।

আরও পড়ুনঃ পানিট্যাঙ্কি সীমান্তে এখনও কড়া সতর্কতা! পরিদর্শনে রাজ্যপাল, মমতার নির্দেশে গেলেন নেতা-মন্ত্রীরাও

২৪০ মিনিট বন্ধ রাখা হবে পরিষেবা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১২ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার রাত ১১টা ৩০ মিনিট থেকে পরের দিন ভোর ৩টে ৩০ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হবে বিধান নগর ও শিয়ালদহের মাঝে থাকা এক নম্বর ব্রিজের ৫ নম্বর লাইন। সেই কারণেই ট্রেন বন্ধ রাখতে হবে ওই লাইনে।

আরও পড়ুনঃ পুজোর আগেই ফের ছুটি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাতিল ট্রেনের তালিকা:

৩২২৪৯ শিয়ালদহ- ডানকুনি লোকাল

৩২২৫২ ডানকুনি- শিয়ালদহ লোকাল

৩১৪৪৭ শিয়ালদহ- নৈহাটি লোকাল

৩১৪৫০ নৈহাটি- শিয়ালদহ লোকাল

এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। সেগুলি হল-

৩১৫৪২ শান্তিপুর- শিয়ালদহ লোকাল। এটি ১১ সেপ্টেম্বর ব্যারাকপুর পর্যন্ত চালানো হবে।

৩১৫১১ শিয়ালদহ- শান্তিপুর লোকাল ১২ সেপ্টেম্বর ব্যারাকপুর পর্যন্ত চালানো হবে।

গত মাসের শেষেই হাওড়া-বর্ধমান শাখায় বাতিল করা হয়েছিল একাধিক লোকাল ট্রেন। ৩৬০ মিনিটের জন্য ট্র্যাফিক ব্লক করা হয়েছিল। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন